Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার-২

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ১১:৩২ এএম

বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে ছাত্রলীগ নেতা হাসিবুল বাশারকে (২৫) কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভূক্ত আসামি রকি (২৬) ও বাহার উদ্দিনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে হত্যাকা-ের ঘটনায় নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদি হয়ে ১১জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১৫জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, মধুপুর গ্রামের মানিক মিয়ার ছেলে মামলায় এজাহারভুক্ত ১০নং আসামি রকি ও মহবুল্যাপুর গ্রামের আবদুল হাইয়ের ছেলে ১১নং আসামি বাহার উদ্দিন।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতা হাসিবুল বাশার হত্যাকা-ের পর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশের একাধিক দল। হত্যাকা-ের পর থেকে শুক্রবার ভোর পর্যন্ত পৃথকস্থান থেকে আসামি রকি ও বাহারকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোপালপুর ইউনিয়নের সোবহান মার্কেট দিয়ে বন্ধু বিপ্লবের মোটরসাইকেল নিয়ে বিপ্লবসহ গরু বাজারের দিকে যাচ্ছিলেন ছাত্রলীগ নেতা হাসিবুল। দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্ব বিরোধের জের ধরে যুবলীগের হাসানের নেতৃত্বে মাসুম, মিন্টু, জয়, রকি, জাহিদ’সহ কয়েকজন অস্ত্রধারি তাদের গতিরোধ করে এবং হাসিবুলকে মোটরসাইকেল থেকে নামিয়ে তুলে নিয়ে যায়। পরে তাকে জোড়া পোল এলাকায় নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিবুলকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়না তদন্ত শেষে হাসিবের মৃতদেহ বাড়ি নেওয়ার সময় তার মৃতদেহ নিয়ে এ ঘটনার প্রতিবাদে চৌমুহনীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ