বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শ্রীনগরে নিজের দোকান থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দোগাছি বাজারের ব্যবসায়ী মামুন শেখের (৪৩) লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, দোগাছি বাজারের মুদি দোকানী মানুম শেখের দোকান ভেতর থেকে বন্ধ দেখে সকাল ৯টার দিকে ডাকাডাকি করে কোন সারা না পেয়ে শার্টার ভেঙ্গে দোকানের মেঝেতে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনা স্থলে এসে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, দোকানের আড়ার সাথে বাধা ছেড়া সরু রশি দেখা ঝুলতে দেখা যায়। লাশের মাথা পেছন থেকে ফাঁটা ও মেঝেতে রক্তের ধারা দেখে গেছে। ধারণা করা হচ্ছে ব্যবসায়ী মামুন ফাঁস দেওয়ার পর রশি ছিড়ে মেঝেতে পরে যায়।
মামুন শেখের পারিবারিক সূত্র জানায়, তার বাড়ি লৌহজং উপজেলার মালির অংক গ্রামে। মামুন শেখের বাবার নাম শওকত আলী শেখ। বাজারের সাথেই মামুনের শ্বশুরবাড়ি। মামুন সেখানেই স্ত্রী, সন্তান নিয়ে বসবাস করতেন। তবে স্ত্রীর সঙ্গে বনিবনা ছিল না। এ নিয়ে বেশ কয়েকবার গ্রাম্য সালিশ হয়েছে। একারণে মামুন শেখের মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।