নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ৭ ম্যাচে মাত্র ১ জয়ে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে ওঠারই কথা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে এমন অবস্থায় দাঁড়িয়ে ইউ টার্ন দিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখন দেখছে অঘটনের স্বপ্ন। আজ ফেভারিট ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে অবতীর্ণ হওয়ার আগে সে লক্ষ্যের কথাই জানিয়েছেন দলটির টপ অর্ডার ইমরুল কায়েসÑ ‘এখন যে ম্যাচগুলো আছে, তার সব ক’টিই জেতার চেষ্টা করব। তবে রেজাল্ট নিয়ে আপাতত ভাবছি না, কোথায় যাব কিংবা সেমিফাইনাল খেলতে পারব কি পারব না, তা নিয়েও অতো বেশি ভাবছি না। আমাদের হাতে এখন ৫টি ম্যাচ আছে। এই পাঁচ ম্যাচে যে কোন কিছু ঘটতে পারে। যদি ভালো কিছু হয় আমরা নীচ থেকে উপরেও যেতে পারি! এখনো যেকোনো কিছুই সম্ভব।’
ভাগ্য এবার সহায় হয়নি কুমিল্লা ভিক্টোয়ান্সের, তা মনে করছেন ইমরুল কায়েসÑ ‘প্রতি বছরই বিপিএলে কোনো না কোনো দল একটা না একটা সমস্যায় পড়ে। সর্বশেষ বিপিএলে সিলেট সুপার স্টার্স একটা ভালো দল ছিল। ভালো ক্রিকেট খেলেও কিন্তু তারা জিততে পারেনি। এখানে ভাগ্যও লাগে। আমাদের এটা ফেবার করছে না।’
ঘরোয়া ক্রিকেটে ইমরুল কায়েস ধরবেন নিজেকে মেলে, থাকবেন শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায়Ñ এটাই যেনো ছিল এতোদিন স্বাভাবিক। তবে এবার বিপিএলে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না। ৮ ম্যাচে ১২১ রান, নেই কোন ফিফটি, সর্বোচ্চ ইনিংস মাত্র ৩৬ রানের। ১৭.২৬ গড় নিয়ে নিজেও নিজের উপর বিরক্ত। শেষ ২টি ইনিংসে ৩৪ এবং ৩৬, তাতেই নাকি ছন্দ খুঁজে পেয়েছেন ইমরুল কায়েসÑ ‘শেষ দুই ম্যাচে আমি রান আউট হয়েছি। একটা রিদম দরকার ছিল। তা সর্বশেষ ২টি ম্যাচে পেয়েছি। ওই ম্যাচ দু’টির ব্যাটিংয়ে আত্মবিশ্বাস পেয়েছি। এখন যে ক’টি ম্যাচ আছে, আশা করছি সেই ম্যাচগুলো ভালোভাবে ক্যারি করতে পারব। শেষ ম্যাচ আমাদের কিছু ভুলের কারণে হেরেছি। সেই ভুলগুলো যেনো আর না হয়, সেই পরিকল্পনা আমাদের।’
দিনের অন্য ম্যাচে খুলনা টাইটান্সের প্রতিপক্ষ রাজশাহী কিংস। প্রথম ৫ ম্যাচে মাত্র ১ জয়ে যে দলটি দেখেছে আসর থেকে বিদায়ের শঙ্কা, সেই রাজশাহী কিংস উপর্যুপরি ২ জয়ে ফিরেছে আসরে। ড্যারেন স্যামী-ওমর আকমলে ছন্দময় ব্যাটিংয়ে রংপুর রাইডার্সকে গতকাল হারিয়ে ২৪ ঘণ্টার মধ্যে খুলনা টাইটান্সের বিপক্ষে অবতীর্ণ হয়ে মাহামুদুল্লাহদের হারিয়ে দিতে চায় রাজশাহী কিংস। শেষ চারের ঠিকানা খুঁজে নিতে এটাই তাদের লক্ষ্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।