Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাম্বাসেডর কাপ তায়কোয়ান্দোর সেরা সেনাবাহিনী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২২, ৮:০০ পিএম

কোরিয়া অ্যাম্বাসেডর কাপ তায়কোয়ান্দো প্রতিযোগিতায় সেরা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আসরের খেলা শেষে পুরুষ সিনিয়র বিভাগে আটটি স্বর্ণ ও ছয়টি রুপা জিতে চ্যাম্পিয়ন হয় তারা। পাঁচটি স্বর্ণ, আটটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতে রানার্সআপ বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিনিয়র মহিলা বিভাগে আটটি স্বর্ণ এবং একটি করে রুপা ও ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী। একটি স্বর্ণ ও চারটি রুপা জিতে রানার্সআপ চট্টগ্রাম। জুনিয়র পুরুষ বিভাগে আটটি স্বর্ণ জিতে সিরাজগঞ্জ চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম রানার্সআপ এবং জুনিয়র মেয়েদের বিভাগে চারটি স্বর্ণ জিতে কক্সবাজার চ্যাম্পিয়ন ও দুটি স্বর্ণ জিতে কুমিল্লা রানার্সআপ হয়। সমাপণি দিনের খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশস্থ দক্ষিণ কোরিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ইয়ংমিন সিউ। এ সময় বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ