নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অ্যাম্বাসেডর কাপ চায়না-বাংলাদেশ উশু ডেমনস্ট্রেশন শনিবার দিনব্যাপী জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় চীন থেকে আনা নতুন ম্যাটে খেলা হবে। যেমন ম্যাটে নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে খেলবেন জাতীয় দলের উশুকারা। ফলে এখানে খেলে এসএ গেমসের জন্য ম্যাট অভিজ্ঞতা অর্জন ছাড়াও নতুন ম্যাটে খেলে নিজেদের ঝালাইয়ের সুযোগও পাচ্ছেন তারা। তৃতীয় অ্যাম্বাসেডর কাপ চায়না-বাংলাদেশ উশু ডেমনস্ট্রেশনে সাতটি সংস্থা, বিভিন্ন জেলা ও ক্লাবসহ ১৮ দলের প্রায় চারশ’ উশুকা অংশ নেবেন। নেপাল এসএ গেমসে অংশগ্রহণকারী জাতীয় দলের খেলোয়াড়রা খেলবেন ডেমনস্ট্রেশনে অংশ নেয়া বিভিন্ন দলের হয়ে। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাম্বাসেডর কাপ উশু ডেমনস্ট্রেশনের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল, এমপি। এসময় বিশেষ অতিথি থাকবেন সাবেক এমপি ও চায়না বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম মোল্লা এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: মাসুদ করিম। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উশু ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করবেন সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।