Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাম্বাসেডর কাপ উশু

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু ডেমনস্টেশন অনুষ্ঠিত হবে আগামীকাল। প্রায় তিন শতাধিক উশুকাদের নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে ৩০টি ইভেন্টে খেলা হবে এ প্রতিযোগিতার। টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশস্থ চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝু। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম ও উশু ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপ উপস্থিত থাকবেন। চীনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই উশুর এই আয়োজন বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান সিনিয়র সহ-সভাপতি শামীম খান টিটু। এ সময় ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার অন্যতম ইভেন্টগুলো হলো- ফ্লাগ ডেমনস্ট্রেশন, লায়ন ড্রাগন ডিসপ্লে, ব্যক্তিগত প্রদর্শনী তাউলু ইভেন্ট, কুংফু ফ্যান ডিসপ্লে ও দলগত পারফরম্যান্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাম্বাসেডর কাপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ