মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। গতকাল বৃহস্পতিবার মস্কোতে বৈঠক শেষে সাংবাদিকদের জোকো উইদোদো বলেন, ‘রাশিয়ার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখবে ইন্দোনেশিয়া।’ এক প্রতিবেদনে আজ শুক্রবার এ তথ্য জানায় আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে যে সংঘাত চলছে সেটি নিরসনে শান্তিপূর্ণ সমাধানের দিকে অগ্রসর হওয়া গুরুত্বপূর্ণ।
এর আগে গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন জোকো উইদোদো।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জি-২০ জোটের বর্তমান চেয়ারম্যান। আগামী নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন হবে। এ সম্মেলনে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের প্রেসিডেন্টকেই আমন্ত্রণ জানিয়েছেন জোকো উইদোদো। সূত্র : আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।