Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাগুরা পৌরসভার ৮৪ কোটি টাকার বাজেট ঘোষনা

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২২, ১:১১ পিএম

মাগুরা পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের জন্য ৮৩ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৬৫৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাগুরা পৌর মিলনায়তনে পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল সভাপতি হিসেবে উপস্থিত থেকে এ বাজেট ঘোষণা করেন। বাজেটে আগামী ২০২২- ২৩ অর্থ বছরের জন্য মাগুরা পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে নিজস্ব তহবিল ও সরকারি অনুদানসহ এ ব্যয় নির্ধারণ করা হয়। বাজেটে নবগঙ্গা নদী পাড়ে ওয়াক ওয়ে নির্মান প্রকল্পসহ সংস্থাপন ব্যয়ের পাশাপাশি পৌরসভার নিজস্ব তহবিল থেকে রাস্তাঘাট প্রসস্তকরন, জানজট নিরশন, ব্রীজ, পূল-কালভার্ট নির্মাণ ও মেরামতসহ বিভিন্ন প্রকল্প রাখা হয়েছে। এর পাশাপাশি দূর্যোগে ত্রাণ বিতরণ, জনস্বাস্থ্যের উন্নয়ন কল্পে নানা প্রকল্প ঘোষণা করা হয়। এছাড়া সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচীতেও পৌরসভা ব্যাপক ভূমিকা রাখবে বলে বাজেটে জানানো হয়। পৌর মেয়র বলেন, অর্থনৈতিক প্রতিকুলতা মাথায় রেখে বাজেট প্রনয়ন করা হয়েছে। বাজেটে হয়ত প্রত্যাশিত উন্নয়ন লক্ষমাত্রার অভাব রয়েছে।তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে নাগরীকদের সেবার মানষিকতা রেখে বাজেট প্রনয়ন করা হয়েছে। বাজেট অধিবেশনে পৌর সভার প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল, প্রেসক্লাবের সম্পাদক শামীম খান, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক আবু বাসার আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেট ঘোষণা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ