Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মৌলভীবাজার পৌরসভার ২ শত ৬০ কোটি ১৫ লাখ ৪৪ হাজার টাকার বাজেট ঘোষণা

এস এম উমেদ আলী | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ৪:১৫ পিএম

মৌলভীবাজার পৌরসভা ২০২২-২৩ অর্থবছরের ২ শত ৬০ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ৫ শত ৮৭ টাকার বাজেট ঘোষণা করা করেছে। রোববার ১৭ জুলাই দূপুরে পৌরসভা বোর্ডরুমে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
বাজেট বক্তব্যে মেয়র জানান, ১০ কোটি ৮৫ লাখ টাকা ঋণ নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে তিনি এপর্যন্ত ঋণ পরিশোধ করেছেন ৭ কোটি টাকার উপরে। পাশা পাশি উন্নয়নমূল কাজ চলছে।
তিনি আরও বলেন, পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মান সম্পন্ন সেবা প্রদানের দিকে লক্ষ্য রেখে এ বাজেট করা হয়েছে। শহরকে পরিচন্ন রাখতে ইতোমধ্যে কয়েকটি উদ্যোগ নিয়েছেন। এবছর ৯৭ লক্ষ ৭৯ হাজার ১৫৫ টাকা উদ্ধৃত্ত রেখেই বাজেট পেশ করা হয়েছে।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে (উপাংশ ১+২)= ১১,৬৮,৪৬,৪৬১ টাকা, রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে (উপাংশ ১+২)= ১০,৯৯,২১,৩২৭ টাকা। এ খাতে উদ্ধৃত্ত ধরা হয়েছে ৬৯,২৫,১৪৩ টাকা।
উন্নয়ন খাতে আয় ও ব্যায় ধরা হয়েছে ২৪৬,৭৮,৭৫,৭৭৭ টাকা। মূলধনী খাতে আয় ধরা হয়েছে ১,৬৮,২২,৩৪৮ টাকা, মূলধনী খাতে ব্যয় ধরা হয়েছে ১,৩৯,৬৮,৩২৭ টাকা। এ খাতে উদ্ধৃত্ত ধরা হয়েছে ২৮,৫৪,০২১ টাকা।
পরে বাজেটের উপর মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সাংবাদিক সরওয়ার আহমদ, শ.ই.সরকার জবলু, নুরুল ইসলাম শেফুল, এস এম উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব, তমাল ফেরদৌস দুলাল, পান্না দত্ত, হোসাইন আহমদ, এ.এস কাঁকন ।
পৌরসভার কাউন্সিলর নাহিদ আহমদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর, ফয়ছল আহমদ, পার্থ সারথী পাল, নারী কাউন্সিলর নাজমা বেগম, জাহানারা বেগম, জিমি আক্তার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা উজ্জল চন্দ্র দেব, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, পৌর কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
বাজেট বক্তব্যের পূর্বে মৌলভীবাজারের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মৃত ব্যক্তিদের সন্মানে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেট ঘোষণা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ