বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কবিরহাট উপজেলায় অসুস্থ এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত বিবি কুলসুম (৩৭) উপজেলার ৬নং ধানশালিক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ধুমকর বাড়ির ফজল হক ওরফে আলমগীরের স্ত্রী।
বুধবার দুপুরের দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের খাস মন্ডলীয়া গ্রামের দুমকরের বাড়িতে এ ঘটনা ঘটে।
ধানশালিক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মো. মহিউদ্দিন জানান, দীর্ঘ ৪-৫ বছর ধরে কিডনি রোগ, জরায়ুসহ নানা জটিল রোগে ভূগছিলেন গৃহবধূ কুলসুম। তার স্বামী সাধারণ শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করে। স্বামীও শ্বশুর বাড়ির লোকজন তাদের সম্পত্তি বিক্রি করে কুলসুমের চিকিৎসা খরচ চালায়। একপর্যায়ে তাঁর চিকিৎসার খরচ চালাতে গিয়ে দুটি পরিবার নিঃস্ব হয়ে আসে। বর্তমান অর্থ সংকটে তার চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছিল। নানা রোগের যন্ত্রণায় অর্থ সংকটে পড়ে হতাশায় আক্রান্ত হয়ে বুধবার দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী আইনী ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।