Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ৬ লাখ টাকার ভেজাল সয়াবিন তেলসহ গ্রেফতার ১

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২২, ১২:০১ এএম

নগরীতে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে খোলা ও ভেজাল সয়াবিন তেলের ব্যারেল থেকে মোটর পাম্পের মাধ্যমে বোতলজাত করে বিক্রি করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, ‘রমনী ফর্টিফাইড সয়াবিন তেল’ নাম দিয়ে প্লাস্টিকের কৌটায় করে তারা তেল বাজারজাত করে আসছিল। এসব ভেজাল তেল জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

বৃহস্পতিবার রাতে বন্দর থানাধীন হালিশহর এলাকা থেকে মো. হুমায়ুন কবিরকে (৪২) গ্রেফতার করে র‌্যাব। এ সময় ঘরের ভেতর থেকে অনুমোদনহীনভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা আনুমানিক দুই হাজার ৭০০ লিটার ভেজাল সয়াবিন তেল এবং ভেজাল সয়াবিন তেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ করা ভেজাল সয়াবিন তেলের আনুমানিক মূল্য ৬ লাখ ২৫ হাজার টাকা। র‌্যাব জানায়, এএসএস করপোরেশন নামের এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে খোলা বাজার থেকে নিম্নমানের ভেজাল সয়াবিন তেল সংগ্রহ করত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ