Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

র‌্যাঙ্কিংয়ে ঠিকই চার ধাপ পেছাল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২২, ৮:০৭ পিএম

মালয়েশিয়ায় সদ্য সামাপ্ত এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ‘ই’ গ্রুপের তিন ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। যার প্রতিফলন ঘটল ফিফা র‌্যাঙ্কিংয়ে। ফিফার র‌্যাঙ্কিং অ্যালগরিদম বিশ্লেষণ করে গত ১২ জুন ফুটি র‌্যাঙ্কিংস জানিয়েছিল যে, বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে চার ধাপ পেছাচ্ছে। বৃহস্পতিবার ফিফা তাদের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করলে দেখা যায় ঠিকই চার ধাপ পিছিয়েছে লাল-সবুজরা। আগে ১৮৮ নম্বরে থাকলেও এখন বাংলাদেশের অবস্থান ১৯২তম স্থানে। রেটিং পয়েন্ট ৮৮৩.১৮। বাংলাদেশের পেছনে রয়েছে কেবল শ্রীলঙ্কা (২০৭) ও পাকিস্তান (১৯৬)। দক্ষিণ এশিয়ার অন্য চার দেশের অবস্থান খুবই ভাল। ভারত ১০৪, মালদ্বীপ ১৫৬, ভুটান ১৮৬ ও নেপাল ১৭৬ তম স্থানে রয়েছে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপের তিন ম্যাচের মধ্যে মালয়েশিয়ার কাছে ৪-১, বাহরাইনের বিপক্ষে ২-০ এবং তুর্কমেনিস্তানের কাছে ২-১ গোলে হেরেছিলেন জামাল ভূঁইয়ারা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ