Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৃথিবী আর আগের স্থানে ফিরবে না

ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের আগের সীমান্তে ফেরা সম্ভব নয় : কূটনীতিক ষ কিয়েভকে সতর্ক করলেন লুকাশেঙ্কো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২২, ১২:০০ এএম

‘পৃথিবী আর আগের স্থানে ফিরবে না’ -এমনটাই দাবি করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ক্রমশ যেদিকে মোড় নিচ্ছে, তাতে এমনটাই মনে করেন রুশ প্রেসিডেন্ট। প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। রুশ ভাষাভাষী অধ্যুষিত এ দুটি অঞ্চল একত্রে ‘ডনবাস’ নামে পরিচিত। এরপর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশবাহিনী। নিজেদের সাধ্যমতো প্রতিরোধও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।

এহেন পরিস্থিতিতে পুতিনের দাবি, যারা ভাবছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর স্বাভাবিক অবস্থা আবার ফিরে আসবে, তারা ভ্রান্তির মধ্যে রয়েছেন। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সম্মেলনে একথা জানান রাশিয়ার প্রেসিডেন্ট।

ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন অভিযানের পর আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে গেলে পৃথিবী চিরতরে বদলে যাবে। সাইবার হামলার কারণে তার বক্তৃতা বিলম্বিত হওয়ার পরে পুতিন সেন্ট পিটার্সবার্গ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেরিতে উপস্থিত হন।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অন্যান্য দেশগুলোকে ‘উপনিবেশ’ হিসাবে বিবেচনা করার জন্য অভিযুক্ত করেছেন এবং বলেন যে, রাশিয়ান অর্থনীতির জন্য বিষণ্ন পূর্বাভাস পূর্ণ হয়নি। সাহসী দাবির সিরিজগুলোর মধ্যে একটি হল ক্রেমলিনের অতুলনীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা অন্য কোনো দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের দীর্ঘ নিন্দার মধ্যে পুতিন বলেছেন: ‘বিশ্ব রাজনীতিতে আগের মতো কিছুই হবে না’। তিনি বলেন, মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ‘ব্লিটজক্রেগ’ সফল হওয়ার কোনো সুযোগ ছিল না।

ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা মিত্ররা ২৪ ফেব্রুয়ারি মস্কো ইউক্রেনে সৈন্য পাঠানোর পর থেকে আধুনিক ইতিহাসে সবচেয়ে কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। পুতিন বলেছেন যে, নিষেধাজ্ঞার কারণে ইইউ ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি হারাতে পারে, যা তিনি বলেন যে, যারা তাদের আরোপ করেছে তাদের দিকেই ফিরে যাবে।

ইউরোপের দিকে তার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন যে, সাধারণ নাগরিকদের প্রকৃত স্বার্থকে উপেক্ষা করা হয়েছে, যা উগ্রবাদ এবং এর নেতাদের অপসারণের দিকে নিয়ে যাবে। পুতিন বলেছেন যে, লড়াইয়ের বক্তৃতার সময় ইইউ তার ‘রাজনৈতিক সার্বভৌমত্ব’ হারিয়েছে।

তিনি বলেন, ইইউ একটি ট্র্যাক শুরু করেছে যা কট্টরপন্থা এবং অভিজাতদের পরিবর্তনের দিকে পরিচালিত করবে, কারণ তিনি উচ্চ মুদ্রাস্ফীতি এবং বৈষম্য মোকাবেলায় ‘মানি ছাপানোর’ মতো ইইউ-এর অর্থনৈতিক নীতির সমালোচনা করেন। তিনি পশ্চিমকে তার অর্থনৈতিক সমস্যার জন্য ব্যক্তিগতভাবে দোষারোপ করার জন্য আক্রমণ করেন এবং বলেন যে, ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপ - যাকে মস্কো একটি ‘বিশেষ সামরিক অভিযান’ বলে - উন্নত দেশগুলোতে উচ্চ মুদ্রাস্ফীতির সাথে কোনো সম্পর্ক নেই।

বক্তৃতার শেষের দিকে তিনি তার বিশ্বাসের ওপর জোর দিয়ে বলেন, নিষেধাজ্ঞাগুলো একটি ‘দ্বিধারী তলোয়ার’ যা ‘এসব ধারণার লেখকদের’ ক্ষতি করতে পারে। তিনি বলেন, বৈশ্বিক শস্য বাজারে দাম বাড়ার জন্য রাশিয়া দায়ী নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে খাদ্যদ্রব্যের দাম বাড়ায়। পুতিন বলেছেন, রাশিয়া তার শস্য ও সার রফতানি বাড়াতে প্রস্তুত এবং রাশিয়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে খাদ্য পাঠাবে। তিনি সম্মেলনে বলেন যে, ডলার ২০০ রুবেলে বেড়ে যাওয়ার আশঙ্কা হচ্ছে তথ্য যুদ্ধের একটি রূপ। পুতিন আরো দাবি করেছেন যে, ক্রেমলিন রাশিয়ান অর্থনীতিকে এমনভাবে রক্ষা করেছে যে, এটি সিস্টেমে যথেষ্ট তারল্য রেখে পশ্চিমের নিষেধাজ্ঞাগুলো সহ্য করতে পারে।

ইতোমধ্যে, পশ্চিমারা তাদের অর্থনৈতিক দ্বন্দ্ব মোকাবেলায় অর্থ ছাপতে শুরু করেছে বলে তিনি দাবি করেন। তিনি যোগ করেছেন, ইউক্রেনে তার ‘বিশেষ সামরিক অভিযান’ দ্বারা বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা সৃষ্টি হয়নি।
পুতিনের বক্তৃতার আগে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন যে, বক্তৃতা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে, কারণ বিশেষজ্ঞরা সাইবার হামলা মোকাবেলায় কাজ করেন। ঘটনাটি সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে কম্পিউটার নেটওয়ার্ককে লক্ষ্য করে একটি ডিডিওএস আক্রমণের সাথে যুক্ত বলে জানা গেছে - যেখানে কথা বলার ছিল। পেসকভ বলেছেন যে, সাইবার আক্রমণটি বৃহস্পতিবার শুরু হয়, ফোরামের গেস্ট অ্যাক্রিডিটেশন এবং অ্যান্ট্রি ব্যবস্থাকে নিষ্ক্রিয় করে এবং অ্যাক্সেসের সাথে অনেক সমস্যা তৈরি করে।

সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের (এসপিআইইএফ) পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, রাশিয়া একটি শক্তিশালী এবং সার্বভৌম দেশ হিসাবে টেকটোনিক পরিবর্তনের যুগে প্রবেশ করছে এবং নিশ্চিতভাবে যে সুযোগগুলি খোলা হচ্ছে তার সদ্ব্যবহার করবে।

বৈশ্বিক সংকট : বিশ্ব অর্থনীতির নীতিগুলি পশ্চিমা দেশগুলোর কর্ম দ্বারা প্রভাবিত হয়েছে: ‘গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ধারণাগুলো যেমন ব্যবসায়িক খ্যাতি, সম্পত্তির অলঙ্ঘনতা, বৈশ্বিক মুদ্রায় আস্থা গুরুতরভাবে ক্ষুণ্ন হয়েছে। দুর্ভাগ্যবশত, আমাদের পশ্চিমা অংশীদাররা সেগুলোকে অবমূল্যায়ন করেছে।’ পরিস্থিতি অনেক আগে থেকেই খারাপ হতে শুরু করেছিল এবং এটি ‘ডনবাসে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের ফলাফল’ ছিল না।

বিশ্ব ‘আমূল পরিবর্তনের’ যুগে প্রবেশ করেছে এবং এটি কেবল অর্থনীতির বিষয়ে নয়: ‘আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে এবং নিরাপত্তা গ্যারান্টিগুলো অবমূল্যায়িত হচ্ছে। পশ্চিমা তার আগের বাধ্যবাধকতাগুলোকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এটি কেবল অসম্ভব বলে প্রমাণিত হয়েছে। এর সাথে নতুন কোনো চুক্তিতে পৌঁছাতে’।

ইউনিপোলার বিশ্বের শেষের দিকে : একমুখিতার মতবাদের ওপর ভিত্তি করে একটি বিশ্বব্যবস্থা অস্থির। ধারণাটি ত্রুটিপূর্ণ যা বলে যে, শুধুমাত্র একজনই আছে, যদিও অত্যন্ত শক্তিশালী শক্তি ‘সীমিত সংখ্যক ঘনিষ্ঠ আস্থাভাজনদের সাথে’, যিনি প্রয়োজন দেখা দিলে ব্যবসায়িক এবং আন্তর্জাতিক সম্পর্কের নিয়মগুলোকে নিজের স্বার্থে ব্যাখ্যা করেন’। একটি বিশ্ব ব্যবস্থাভিত্তিক এ ধরনের মতবাদের ওপর অবশ্যই অস্থির’। পশ্চিমা অভিজাতরা মূলত ‘অতীতের ভূতের সাথে আঁকড়ে আছে’ এই ভেবে যে, পশ্চিমা আধিপত্য ‘একটি অপরিবর্তনীয় এবং চিরস্থায়ী জিনিস’। ‘কিছুই চিরকাল স্থায়ী হয় না’।

ভবিষ্যত বিশ্ব ব্যবস্থার উপর : একটি নতুন বিশ্বব্যবস্থা এখনও আবির্ভূত হচ্ছে তবে এটি স্পষ্ট যে, এসব নিয়ম তাদের দ্বারা তৈরি করা হবে ‘যারা অন্যদের দ্বারা নির্ধারিত পথ ধরে অগ্রসর হয় না’। ‘শুধুমাত্র শক্তিশালী এবং সার্বভৌম রাষ্ট্রগুলো এই উদীয়মান বিশ্ব ব্যবস্থায় একটি কথা বলতে পারে বা তাদের কোন অধিকার ছাড়াই উপনিবেশ হতে হবে বা থাকতে হবে’ পুতিন উল্লেখ করেছেন।

‘রাশিয়া একটি শক্তিশালী এবং সার্বভৌম দেশ হিসাবে নতুন যুগে প্রবেশ করছে। এ যুগটি আমাদের জন্য যে নতুন অসাধারণ সুযোগগুলো উন্মোচন করছে এবং আরো শক্তিশালী হবে তার সদ্ব্যবহার করতে আমরা নিশ্চিত করব’।

নতুন বিশ্ব অর্থনীতিতে : বিশ্বব্যাপী রিজার্ভগুলো ডলার এবং ইউরো থেকে প্রকৃত সম্পদ যেমন খাদ্য এবং পণ্যগুলোতে স্থানান্তরিত হবে: ‘কেন ডলার এবং ইউরোর জন্য পণ্যগুলো বিনিময় করা হবে যা তাদের মূল্য হারাচ্ছে? এর অর্থ হল যে, ফ্যান্টম সত্তার অর্থনীতি এবং সম্পদ বাস্তব মূল্যবোধের অর্থনীতি দ্বারা প্রতিস্থাপিত হবে’।

রাশিয়ান অর্থনীতির নীতির উপর : একটি দায়িত্বশীল এবং ভারসাম্যপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক নীতির সাথে মিলিত হয়ে উন্মুক্ততা এবং উদ্যোগের স্বাধীনতার ওপর নির্ভরতা রাশিয়ান অর্থনীতির মূল নীতি হবে। মস্কো ‘কখনও স্ব-বিচ্ছিন্নতা এবং স্বৈরাচারের পথ গ্রহণ করবে না’। ‘রাশিয়াকে উপকৃত করার লক্ষ্যে প্রতিটি ব্যক্তিগত উদ্যোগকে সর্বাধিক সমর্থন এবং বাস্তবায়নের সুযোগ প্রদান করা উচিত’। সামাজিক ন্যায়বিচার হবে চতুর্থ নীতি, উন্নত অবকাঠামো উন্নয়ন হবে পঞ্চম এবং সত্যিকারের প্রযুক্তিগত সার্বভৌমত্ব হবে ষষ্ঠ। ‘আমাদের একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তিগত স্তরে জীবনের সমস্ত ক্ষেত্র তৈরি করতে হবে’।

অর্থনৈতিক অপরাধকে অপরাধমূলক করা : ‘লাইসেন্স এবং স্বীকৃতি ছাড়া ক্রিয়াকলাপগুলোর সাথে সম্পর্কিত যেগুলোসহ অর্থনৈতিক অপরাধগুলোকে অপরাধমুক্ত করার জন্য একটি সতর্ক তবে পুঙ্খানুপুঙ্খ পদ্ধতি অবলম্বন করা দরকার’।

শিল্প বন্ধক এবং ছাড়ের হারে : ছাড়কৃত বন্ধকী হার আরো ৯ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাং করা হবে, প্রোগ্রামটি বছরের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। একটি সম্পূর্ণ নতুন টুল, বার্ষিক ৫ শতাংশ হারে একটি শিল্প বন্ধক প্রোগ্রাম, অদূর ভবিষ্যতে চালু করা হবে এমন কোম্পানিগুলোর জন্য যারা আগে থেকে তৈরি উৎপাদন সুবিধাগুলো কেনার পরিকল্পনা করে।

নিষেধাজ্ঞা এবং তাদের পরিণতি সম্পর্কে : পশ্চিমারা মস্কোর ওপর ‘উন্মাদ এবং বেপরোয়া’ নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু এর ‘অর্থনৈতিক ব্লিটজক্রীগ প্রাথমিকভাবে সাফল্যের কোনো সম্ভাবনা ছিল না’: ‘আমরা ধাপে ধাপে অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করছি। রাশিয়ান অর্থনীতির সম্ভাবনা যা বসন্তে তৈরি হয়েছিল, প্যান আউট করতে ব্যর্থ হয়েছে’। বিশেষ করে রাশিয়ান কর্তৃপক্ষ ‘একটি মুদ্রাস্ফীতির প্রাদুর্ভাবকে দমন করেছে’ কারণ মুদ্রাস্ফীতির হার ১৭.৮ শতাংশের সর্বোচ্চ স্তর থেকে ১৬.৭ শতাংশে নেমে এসেছে এবং পতন অব্যাহত রয়েছে। গত বছরের তুলনায় মে মাসে বাজেট উদ্বৃত্ত ছিল চার গুণ বেশি। একই সময়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাগুলো সেই দেশগুলোর সমস্যাকে আরো বাড়িয়ে তুলেছে যেগুলো তাদের সূচনা করেছিল, কারণ ইউরোপীয় ইউনিয়নের সরাসরি গণনাযোগ্য ক্ষতি আগামী বছরে ৪০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। ‘এটি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এবং সাধারণ জ্ঞানের বিরোধী সিদ্ধান্তের মূল্য’।

ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ নিয়ে : ‘ইউরোপীয় ইউনিয়ন সম্পূর্ণরূপে তার রাজনৈতিক সার্বভৌমত্ব হারিয়েছে এবং এর আমলাতান্ত্রিক অভিজাতরা অন্য কারোর সুরে নাচছে, তাদের ঊর্ধ্বতনরা যা বলেছে তার সবকিছুই গ্রহণ করছে, তাদের নিজস্ব জনসংখ্যা, তাদের নিজস্ব অর্থনীতি এবং তাদের নিজস্ব ব্যবসার ক্ষতি করছে’। ইউরোপীয় রাজনীতিবিদদের কর্মকাণ্ড শুধুমাত্র তাদের দেশে বৈষম্যকে আরো গভীর করে, যখন বাস্তবতা থেকে তাদের বিচ্ছিন্নতা পপুলিজম, র‌্যাডিক্যালিজম ‘এবং কাছাকাছি ফিউটুতে অভিজাতদের আবর্তনের দিকে নিয়ে যাবে।

ইউক্রেন তার আগের সীমান্তে আর সম্ভব নয় : কূটনীতিক
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনের পক্ষে আগের সীমান্তে ফিরে যাওয়া আর সম্ভব নয়।
কূটনীতিক তার টেলিগ্রাম চ্যানেলে শুক্রবার প্রকাশিত স্কাই নিউজ - আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আপনি এবং আমি যে ইউক্রেনকে চিনতাম, সেই সীমানার মধ্যে যেটি আগে ছিল, এখন আর নেই এবং আর কখনও থাকবে না, এটি স্পষ্ট’।

লুগানস্ক পিপলস রিপাবলিকের প্রধান লিওনিড পাসেচনিক বলেছেন, দেশটি রাশিয়ায় যোগদানের বিষয়ে গণভোট করতে পারে। আরেক ডনবাস প্রজাতন্ত্রের প্রধান ডোনেটস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) বলেছেন যে, প্রজাতন্ত্র তার সাংবিধানিক সীমানা পুনরুদ্ধার করলে রাশিয়ায় যোগদানের বিষয়টি ‘এক নম্বর সমস্যা হয়ে উঠবে’। এছাড়াও, খেরসন অঞ্চলের সামরিক-বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা একটি অঞ্চল যা মার্চের মাঝামাঝি থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে ছিল বারবার জোর দিয়ে বলেন যে, অঞ্চলটিও রাশিয়ার সাথে যোগ দিতে চাইছিল।

এছাড়াও, অন্য একটি অঞ্চলের সামরিক-বেসামরিক প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, জাপোরোঝি বলেছেন, অঞ্চলটি রাশিয়ায় যোগ দিতে এবং তার দক্ষিণ ফেডারেল জেলার অংশ হওয়ার আশা করছে।

কিয়েভকে সতর্ক করেছেন লুকাশেঙ্কো
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ইউক্রেন কর্তৃপক্ষকে রাশিয়ার শহরগুলোতে সম্ভাব্য হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন। বেলটিএ বার্তা সংস্থা শুক্রবার একথা বলেছে।
‘ইউক্রেনীয়রা, জেলেনস্কি রাশিয়ার শহর যেমন কুরস্ক, রোস্তভ, ওরেল, বেলগোরোড এবং প্রতিবেশী শহরগুলিতে আঘাত করার জন্য দূরপাল্লার অস্ত্র চাচ্ছে। কিন্তু আমি একবার জনসমক্ষে বলেছিলাম যে, কোনো অবস্থাতেই এটি করা উচিত নয়’। শুক্রবার বব্রুইস্কের বেলশিনা টায়ার প্ল্যান্টের কর্মীরা, যেমন বেলটিএ রিপোর্ট করেছে। লুকাশেঙ্কোর মতে, রাশিয়া এক্ষেত্রে একেবারে নতুন অস্ত্র ব্যবহার করবে ‘এবং তারা কিয়েভের বিরুদ্ধে, যারা এসব সিদ্ধান্ত নেয় তাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। এজন্য তারা এখনও কিছুটা আতঙ্কিত। তবে এটি তাদের উপর নির্ভর করে না, এটি সবই নির্ভর করে কিভাবে আমেরিকানরা তাদের এ যুদ্ধে প্ররোচিত করবে তার ওপর’ -প্রেসিডেন্ট বলেছেন

লুকাশেঙ্কো স্মরণ করেন যে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ইউক্রেনে প্রতি মাসে ১.৫ বিলিয়ন ডলার বরাদ্দ করা হবে। ‘কিসের জন্য? যুদ্ধের জন্য। সুতরাং এটি কেবল শুরু। এ বিশ্বের শক্তিধরদের তাদের অনেক কাজ করার আছে - বিশ্বকে পুনরায় বিভক্ত করার জন্য। আমেরিকানরা মনে করে, তারা হেরে যাচ্ছে, কিন্তু তারা হারতে চায় না, যেহেতু এটি তাদের সম্পদ। তারা শীর্ষে থাকতে চায় এবং পুরো বিশ্বকে শাসন করতে চায়’ বেলারুশিয়ান প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন। সূত্র : মিরর, তাস।



 

Show all comments
  • Mohmmed Dolilur ১৯ জুন, ২০২২, ১:২৪ এএম says : 0
    সম্পূর্ণ ইউক্রেন রাশিয়া দখল করতে হবে।তাহা জরুরি।
    Total Reply(0) Reply
  • Mohmmed Dolilur ১৯ জুন, ২০২২, ১:২৫ এএম says : 0
    সম্পূর্ণ ইউক্রেন রাশিয়া দখল করতে হবে।তাহা জরুরি।
    Total Reply(0) Reply
  • Mojammel Hauqe ১৯ জুন, ২০২২, ১০:০৭ এএম says : 0
    সমস্যা তো নেই। এই যুদ্ধে ইউক্রেন, নাম মাত্র আসল যুদ্ধ তো ন্যাটোর সাথে। ভারী অস্ত্র পশ্চিমা রা পাঠাছে।
    Total Reply(0) Reply
  • সাকরাইন হাসান সাদ্দাত ১৯ জুন, ২০২২, ১০:০৮ এএম says : 0
    রাশিয়ার বিজয় হওয়া খুবই প্রোয়জন। জেনে রাখানে যদি রাশিয়ার বিজয় হয় তবে এ বিজয় সম্পূর্ণ বিশ্বের, আমেরিকার আগ্রাসনের হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবে বিশ্ব। আর যদি হেরে যায় এর কুফল পুরো বিশ্বকেই ভুগতে হবে।
    Total Reply(0) Reply
  • A.H. Nahid ১৯ জুন, ২০২২, ১০:০৮ এএম says : 0
    রাশিয়া গণহারে মানুষ মারতেছে না এ থেকে বুঝা যায় তারা ভালো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্লাদিমির পুতিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ