গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চীনের স্বাস্থ্যখাতের অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠান সাইনোফার্ম ইন্টারন্যাশনাল কর্পোরেশন বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। গতকাল (বুধবার) চীনের সাংহাই-এ হোটেল শাংরিলায় প্রতিষ্ঠানের এক প্রতিনিধিদল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাক্ষাৎ করতে এসে এই আগ্রহ ব্যক্ত করেন। সাইনোফার্ম-এর ভাইস জেনারেল ম্যানেজার শি শেংগী প্রতিনিধিদলে নেতৃত্ব দেন।
বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসময় সাইনোফার্মকে এক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানান। চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণে সরকারের উদ্যোগেও তাঁদের সহায়তা চান তিনি। এ সময় মন্ত্রী বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশে সবচেয়ে সুষ্ঠু বিনিয়োগ-বান্ধব পরিবেশ বিরাজ করছে। মন্ত্রী সাইনোফার্মের প্রতিনিধিদলকে বিনিয়োগের লক্ষ্যে একটি নির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপনের পরামর্শ দিয়ে তাঁদেরকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিদর্শনের জন্যে আমন্ত্রণ জানান।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ‘হেলথ প্রমোশন ইন দ্য এসডিজিস’ শীর্ষক ৯ম বৈশ্বিক সম্মেলনে যোগ দিতে বর্তমানে চীন সফর করছেন। গত ২১ নভেম্বর চীনের সাংহাই-এ চারদিন ব্যাপী এই সম্মেলন শুরু হয়। আগামী শুক্রবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।