Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢলে আখাউড়ায় দ্বিখণ্ডিত সড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২২, ১:৪৩ পিএম

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজার সংলগ্ন আড়িয়ল গ্রামের সড়কটি দ্বিখণ্ডিত হয়ে পড়েছে।

শনিবার (১৮ জুন) ভোরে প্রবল বেগে আসা পানিতে সড়কটি দ্বিখণ্ডিত হয়। এতে করে এ সড়ক দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এর মধ্যে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি হাওড়া নদীতে এসে পড়ছে। এর ফলে শনিবার ভোরে কর্নেল বাজার-আইড়ল সড়কের আইড়ল এলাকায় সড়কটি দ্বিখণ্ডিত হয়ে য়ায়। এর ফলে আশপাশের এলাকায় পানি ঢুকে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক জানান, পানিবন্দি এলাকাগুলো পরিদর্শনে জেলা প্রশাসক আসছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিচ্ছিন্ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ