Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনে ৬৪ দেশের ২ হাজার ভাড়াটে সৈন্য নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২২, ৭:২৬ পিএম

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ শুক্রবার বলেছেন, ৬৪টি দেশের ভাড়াটে এবং সামরিক বিশেষজ্ঞরা ইউক্রেনের যুদ্ধে জড়িত। তাদের মধ্যে প্রায় ২ হাজার বিদেশী ভাড়াটে নিহত হয়েছে বলে জানা গেছে।

তিনি বলেন, ‘সব মিলিয়ে, ১৭ জুন, ২০২২ পর্যন্ত, আমাদের তালিকায় ৬৪টি দেশের ভাড়াটে এবং অস্ত্র অপারেশন বিশেষজ্ঞ রয়েছে। বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে, এ ধরনের ৬ হাজার ৯৫৬ জন কর্মী ইউক্রেনে এসেছে।’

তিনি আরও বলেন, ‘তাদের মধ্যে ১ হাজার ৯৫৬ ইতিমধ্যেই নিহত হয়েছে, এবং ১ হাজার ৭৭৯ জন চলে গেছে। আপাতত ৩ হাজার ২২১ ভাড়াটে সৈন্য এখনও জীবিত - তারা এখনও বন্দী হয়নি বা ইউক্রেন সীমান্তে পৌঁছায়নি।’

কোনাশেনকভ যোগ করেছেন যে, ইউক্রেনে বিদেশী ভাড়াটেদের সম্পর্কে বিস্তারিত তথ্য রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনলাইন সংস্থান থেকে পাওয়া যায়। সূত্র: তাস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ