Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আফগানিস্তানে সংঘর্ষে মার্কিন সৈন্য নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ৫:১০ পিএম

বৃহস্পতিবার আফগানিস্তানে মোতায়েন এক মার্কিন সৈন্য নিহত হয়েছে। সে ন্যাটোর রেজোলিউট সাপোর্ট টিমের সদস্য ছিল। এ নিয়ে এ বছর আফগানিস্তানে ৭ মার্কিন সৈন্য নিহত হল। খবর দি নিউ আরব।
মার্কিন সামরিক বাহিনির সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল বলেন, প্রাথমিক রিপোর্টে জানা গেছে যে সংঘর্ষে সৈন্যটি নিহত হয়েছে। এ ব্যাপারে আর কোনো তথ্য দেয়া হয়নি।
এদিকে বৃহস্পতিবার তালিবান এক বিবৃতিতে দাবি করে যে তারা দক্ষিণাঞ্চলীয় হেলমন্দ প্রদেশের গরমশির জেলায় একটি মার্কিন সাঁজোয়া যান উড়িয়ে দিয়েছে।
তবে নিরপেক্ষ সূত্রে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।
জেনারেল ভোটেল আফগানিস্তানে মার্কিন সৈন্য নিহতের সংখ্যা বাড়ছে বলে স্বীকার করেন। তিনি বলেন, আমি এটা জানি ও আমরা এ ব্যাপারে অত্যন্ত গভীর মনোযোগ দিচ্ছি।
বর্তমানে আফগানিস্তানে প্রায় ১৪ হাজার মার্কিন সৈন্য রয়েছে। তারা সেখানে মোতায়েন ন্যাটো বাহিনীর প্রধান অংশ। তালিবান ও ইসলামিক স্টেট বিরোধী জঙ্গিদের বিরুদ্ধেঅভিযানে আফগান সৈন্যদের সমর্থন ও প্রশিক্ষণ দিয়ে থাকে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন সৈন্য নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ