Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোমালিয়ায় শহর পুনর্দখল আল-শাবাবের, সংঘর্ষে ১১ সৈন্য নিহত

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সোমালীয় সেনাবাহিনী জানিয়েছে, ইসলামি জিহাদিরা দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি শহর পুনর্দখল করেছে। এ সময় ১১ জন সরকারি সৈন্য নিহত হয়। কর্নেল আব্দিনূর ইউসুফ জানান, আল-শাবাবের কয়েক ডজন জিহাদি সাবেলির মধ্যাঞ্চলীয় এলাকায় রুনিরগডে হামলা চালায়। রোববার সকালে তারা শহরের তিন দিক থেকে বড় ধরনের হামলার আগে একটি আত্মঘাতী গাড়িবোমার কিস্ফোরণ ঘটায়। সরকারি সৈন্যরা এই শহরটি একদিন আগে তাদের দখলে নিয়েছিলো। আল-শাবাব দাবী করেছে, তারা শহর পুনর্দখলকালে ৩২ সেনাকে হত্যা করেছে। শহরের বাসিন্দারা জানান, জিহাদিরা তাদের কালো পতাকা উড়িয়ে শহরে প্রবেশ করে। সোমালিয়ার শক্ত ঘাঁটিগুলো থেকে বিতাড়িত হওয়ার পর আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব সম্প্রতি সোমালীয় বাহিনী ও সোমালীয় সৈন্যদের সহায়তাকারী আফ্রিকান ইউনিয়ন সৈন্যদের ওপর হামলা চালিয়ে আসছে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোমালিয়ায় শহর পুনর্দখল আল-শাবাবের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ