Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজ্যসভায় আসন কমেছে বিজেপির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ১২:০৩ এএম

ভারতের মহারাষ্ট্র, কর্ণাটক ও হরিয়ানায় রাজ্যসভা নির্বাচনে বাড়তি আসন পেয়েছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। তবে মোট আসন আগের চেয়ে কম হয়েছে। ভোটের আগে রাজ্যসভায় বিজেপির আসন ছিল ৯৫টি। এখন আসন ৯২টি। এর চেয়ে কংগ্রেসের আসন ২৯ থেকে বেড়ে হলো ৩১টি। গত মার্চে প্রায় তিন দশক পরে ভারতের কোনো একটি দল রাজ্যসভায় ১০০ আসন দখল করে। কিন্তু একাধিক সংসদ সদস্যের মেয়াদ শেষ হওয়ায় জুন মাসেই বিজেপির আসন সংখ্যা নেমে আসে ৯৫-তে। চলতি মাসে দেশের ১৫টি রাজ্যে ৫৭টি আসনে রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিজেপির আসন সংখ্যা ৯৫ থেকে নেমে ৯২-তে এসে দাঁড়িয়েছে।বিজেপির তরফে বলা হচ্ছে, পাঞ্জাব, ছত্তীসগড় বিধানসভায় খারাপ ফলাফল ও উত্তরপ্রদেশে গত বিধানসভার চেয়ে কম আসন পাওয়ার কারণে এ বার তিনটি আসন হারাতে হয়েছে। বিজেপির এক নেতা বলেন, ‘তাও কর্ণাটক মহারাষ্ট্র ও হরিয়ানায় একটি করে বাড়তি আসন লাভ করায় কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া গেছে। তা না হলে আসন সংখ্যা ৮৯-তে গিয়ে দাঁড়াতো। সে ক্ষেত্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলগুলোর সঙ্গে ভোটের ফারাক আরও বৃদ্ধি পেতো। আর ভবিষ্যতে রাজ্যসভায় কোনো বিল পাশের সময় ভোটাভুটির প্রশ্নে আগের চেয়ে দুর্বল অবস্থানে থাকতো দল।’ বর্তমানে প্রেসিডেন্ট মনোনীত সাতটি আসন ফাঁকা রয়েছে। ওই পদগুলোতে প্রার্থী দিলেই রাজ্যসভায় দলীয় সংসদ সদস্য সংখ্যা ফের একশোর কাছাকাছি হয়ে যাবে বলে দাবি করছেন বিজেপির নেতারা। এবিপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ