Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে ড্র করেই স্বস্তি ইতালির

জার্মানিকে রুখে দিল হাঙ্গেরি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ১২:০১ এএম

সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশীপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও ইতালি গতকাল উইফে নেশন্স লিগে মুখোমুখি হয়েছিল উলভসের মলিন্যাক্স স্টেডিয়ামে। গোল মিসের এই ম্যাচে দুই দলই একাধিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে ম্যাচ থাকে গোল শ‚ন্য ড্র। ইংল্যান্ডের কাপ্তান কেইন ম্যাচ শুরু না করায় আর্মডব্যান্ড ছিল রাহিম স্টার্লিংয়ের হাতে। এই সিটি উইঙ্গার নষ্ট করেন কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেন। গোল মিসের মহড়ায় যোগ দেন বদলি হিসেবে নামা কেইনও। ম্যাসন মাউন্ট ৮ মিনিটের সময় স্টার্লিং এর কাছ থেকে পাওয়া বলে শট নিলে তা গোলবারে লাগে। তবে ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফ্রাত্তেজি ইংলিশ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যার্থ হয়। ইতালি বস রবার্তো মানচিনি ম্যাচ শেষে প্রতিক্রিয়াতে বলেন, ‘সত্যি বলতে আমি আরও খারাপ কিছুরই আশংখা করছিলাম। আমাদের আরও কাজ বকি, সামনে সমস্যাঘেরা দীর্ঘ পথ’। ‘এ’ লিগের ৩ নম্বর গ্রæপে ৩ রাউন্ডের খেলা শেষে ৫ পয়েন্ট নিয়ে সবার উপরে অজ্জুরিরা যেখানে মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানিতে গ্যারি সাউথগেটের দল।
এই গ্রুপের আরেক ম্যাচে হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় জার্মানিকে রুখে দিয়েছে স্বাগতিকরা। গত ম্যাচে ইংল্যান্ডকে রুখে দেওয়া হাঙ্গেরি এই দিন ৬ মিনিটেই এগিয়ে যায় জলত নওজের গোলে। শ্লটারবেকের ক্রস থেকে জার্মানদের সমতায় ফিরাতে অবশ্য সময় নেননি ইংল্যান্ড ম্যাচেও গোল করা হফম্যান। প্রায় দুই-তৃতীয়াং বলের দখল রেখেও হাঙেরির মত আক্রমণ সাজাতে পারেনি ফ্লিক শীষ্যরা। জার্মানির অন টার্গেট ১ শটের বিপক্ষে স্বাগতিকরা ৭ শটই যার প্রমাণ। ৪ পয়েন্ট নিয়ে হাঙ্গেরি আছে টেবিলে ২ নম্বরে যেখানে ৪ বারের বিশ্বজয়ীরা ৩ পয়েন্ট নিয়ে আছে তিনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাঙ্গেরি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ