মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপের তীব্র সমালোচনা করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি বলেছেন, রাশিয়ার তেল ও গ্যাস ছাড়া হাঙ্গেরির অর্থনীতি কোনোভাবেই চালু রাখা সম্ভব হবে না। ইউক্রেনে রুশ হামলার সমালোচনা করলেও তিনি জানিয়েছেন, রাশিয়ার জ্বালানি রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সমর্থন করেন না। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পর এক বিবৃতিতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেছেন, যে হাঙ্গেরি ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা করলেও রাশিয়ার জ্বালানি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা সমর্থন করে না।
বিবৃতিতে ভিক্টর অরবান বলেন ‘আমরা ইউক্রেনে রাশিয়ার সশস্ত্র হামলার নিন্দা করি, যুদ্ধেরও নিন্দা করি। কিন্তু আমরা হাঙ্গেরির নাগরিকদের যুদ্ধের প্রভাবের শিকার হতে দেব না। তাই নিষেধাজ্ঞার আওতা তেল ও গ্যাসের ক্ষেত্রে প্রসারিত করা উচিত নয়।’
ভিক্টর অরবান আরও বলেন, ‘রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা হাঙ্গেরির জন্য একটি “অসম এবং বড় ঋণের বোঝা” হিসেবে হাজির হবে এবং রাশিয়ার তেল-গ্যাস ছাড়া হাঙ্গেরির অর্থনীতি কোনোভাবেই চালু থাকবে না।’
উল্লেখ্য, হাঙ্গেরির বেশির ভাগ তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানি করা হয় রাশিয়া থেকে এবং হাঙ্গেরির ৯০ শতাংশ পরিবারই তাঁদের ঘর গরম রাখতে রুশ গ্যাসের ওপর নির্ভরশীল। সূত্র : সিএনএন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।