Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ৯:১৭ এএম

ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা আশিকুর রহমান নিপুন (২৫) নিহত হয়েছেন। বুধবার (৮ জুন) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আকটের চর ইউনিয়নের সারেংডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিপুন উপজেলার আকটের চর ইউনিয়নের রামনগর গ্রামের ছালাম পেশকারের ছেলে। তিনি চরভদ্রাসন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

চরভদ্রাসন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সামিউল হাসান উৎস গণমাধ্যমকে জানান, নিহত নিপুন চরভদ্রাসন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি রাজনীতি ছেড়ে চরভদ্রাসন বাজারে পোস্ট অফিসের পাশে ওষুধের ব্যবসা করতেন। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

চরভদ্রাসন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, আটোকের চর থেকে মোটরসাইকেলে একাই বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সারেংডাঙ্গী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। স্থানীয়রা উদ্ধার করে সদরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ