গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়েছে। জিনিসের দাম বাড়লে শুধু ক্ষমতা দিয়ে সংসার চলে না। বুধবার (৮ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, আওয়ামী লীগ সরকার জিনিসপত্রের দাম বাড়িয়ে জনগণের বারোটা বাজিয়েছে। আপনাদের (সরকারের) বারোটা তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। গ্যাসের দাম, বিদ্যুতের দামসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বাড়লো। জিনিসের দাম বাড়লে শুধু ক্ষমতা দিয়ে সংসার চলে না।
তিনি বলেন, ‘৭ নভেম্বরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের এই বক্তব্যকে সরকারের লোকেরা তাদের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি হিসেবে দেখছে। অথচ এটি জাতীয়তাবাদী দেশপ্রেমী শক্তির একটি অনুপ্রেরণা স্লোগান।
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে গয়েশ্বর বলেন, আপনাদের নেত্রীকে কেন হত্যার হুমকি দেবো। এ অভ্যাস আমাদের নেই, আপনাদের আছে। বিএনপি কারও দেহত্যাগে বিশ্বাস করে না। বিএনপির বিশ্বাস করে সরকারের পদত্যাগে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।