Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

জয়পুরহাটে পিকআপ-অটোভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ১:১৮ পিএম

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দুপচাঁচিয়া সড়কের শিবপুর এলাকায় পিকআপ-অটোভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। ।মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে সাহাদুল (৩০) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিদ্দিপুর গ্রামের মদন কামারের ছেলে শ্যামল বৈরাগী (৩৫)

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ক্ষেতলাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন ইয়াজদানী বলেন, নিহত শাহাদুল ও শ্যামল ব্যাটারি চালিত একটি অটোভ্যানে করে মধুপুকুর এলাকা থেকে শিবপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে শিবপুর এলাকায় আসার আগে দুপচাঁচিয়াগামী একটি পিকআপের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা ওই দুই যাত্রী নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পিকআপসহ চালক পালিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ