মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা বাড়াচ্ছে পাকিস্তান। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। তারা মনে করে, চীনের ইন্ধনেই মিয়ানমারের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে পাকিস্তান।
সূত্রের খবর, পাকিস্তানের ১৫ জন সামরিক বিশেষজ্ঞের একটি দল মান্দালয় ঘাঁটিতে পৌঁছচ্ছেন। চীনের তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান সংক্রান্ত প্রশিক্ষণ দিতে এই উদ্যোগ। গত মাসে ওই বিমানের প্রয়োজনীয় যন্ত্রাংশ পৌঁছে দিতে পাকিস্তানের একটি পণ্যবাহী বিমান মিয়ানমারে পৌঁছেছিল।
রোহিঙ্গা প্রশ্নে জাতিসংঘে মিয়ানমারকে বার বার সমর্থন করেছে চীন৷ বেইজিংকে মিয়ানমারের অস্ত্রের প্রধান উৎস হিসাবে তুলে ধরেছে স্টকহলম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। বলা হয়েছে, ২০১৩ সাল থেকে মিয়ানমারের ৬৮শতাংশ অস্ত্রের আমদানি হয়েছে চীন থেকে৷ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, রেডার, ড্রোন-সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম রয়েছে এর মধ্যে৷
মিয়ানমারকে এই বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহে চীন এ বার সঙ্গী করেছে পাকিস্তানকে। জেএফ-১৭ যুদ্ধবিমান তৈরিতে চীনের সঙ্গে যৌথ ভূমিকা রয়েছে পাকিস্তানেরও৷ এই যুদ্ধবিমানের প্রতিটির মূল্য ২.৫ কোটি ডলার। সূত্র: টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।