Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়ির উপরে উড়ে এল অচেনা বিমান! সরানো হল সস্ত্রীক বাইডেনকে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ৬:১৭ পিএম

নিরাপত্তার চাদরে মোড়া আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবনের উপর দিয়ে আচমকা উড়ে গেল একটি বিমান। সঙ্গে সঙ্গে হুলস্থুল পড়ে গেল। তড়িঘড়ি বাইডেন এবং ‘ফার্স্ট লেডি’ জিল বাইডেনকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে।

শনিবার এই ঘটনার পর বিবৃতি দিল হোয়াইট হাউস। হোয়াইট হাউসের তরফে জানানো হয়, শনিবার নিষিদ্ধ আকাশপথে একটি ব্যক্তিগত মালিকানাধীন বিমান উড়ে আসে। সেটি একেবারে প্রেসিডেন্টের বাসভবনের উপর চলে আসে।

হোয়াইট হাউস থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে রিহোবোথ সৈকতে প্রেসিডেন্টের বাসভবনের উপর বিমান দেখে সতর্ক হয়ে যান নিরাপত্তাকর্মীরা। হোয়াইট হাউস জানিয়েছে, ভুল করেই ওই বিমানটি সেখান দিয়ে উড়ে গিয়েছিল।

বিমানের রেডিও চ্যানেল ছিল না। তাই হয়তো এমন ঘটনা ঘটেছে। তবে ওই বিমানচালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র। সূত্র: রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ