চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ আগামী ১১ জুন শনিবার সংগঠনের ৭ম কেন্দ্রীয় সাধারণ পরিষদের অধিবেশন সফল করার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, জিনিসপত্রের দাম অতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন যাপন খুবই দুর্বিসহ হচ্ছে। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, নারী জাতি মায়ের জাতি, তারা সন্মানিত। কিন্তু কিছু মেয়েরা ইদানিং অশ্লীল ও কুরুচি সম্পন্ন পোশাক পরিধান করে সমাজ ও রাষ্ট্রকে কুলষিত করার চেষ্টা করছে। নরসিংদীর রেলষ্টেশনে একজন নারী শালীন পোশাকের উপদেশ দেওয়ায় যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা দু:খজনক। কিন্তু পরবর্তীতে ঐ নারীকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া খুবই নিন্দনীয়। তিনি অবিলম্বে গ্রেফতারকৃত নারীকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।
তিনি সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী সকল আলেম ও ইসলামী নেতৃবৃন্দের দ্রুত মুক্তি দিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে মাসিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, যুগ্মমহাসচিব মাওলানা কুরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আব্দুল হাসানাত জালালী, মাওলানা মাহবুবুল হক, মাওলানা আবু ওয়াফি মুহাম্মদ হাসান, মাওলানা নিয়ামাতুল্লাহ, মাওলানা ফজলুর রহমান, মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, মাওলানা জহিরুল ইসলাম, শরীফ হোসাইন, মাওলানা আব্দুন নূর, মাওলানা সাব্বির আহমদ উসমানী, মাওলানা রুহুল আমীন খান,মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা নূর মোহাম্মদ আজিজী, মাওলানা আব্দুল মুমিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।