পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রমজানের আগেই গ্রেফতারকৃত নির্দোষ আলেমদের মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী। তিনি বলেন, গ্রেফতারকৃত আলেমদের পরিবার পরিজন দীর্ঘ দিন যাবত অনেক কষ্টে রয়েছে। গ্রেফতারকৃতদের জামিনে মুক্তি দিয়ে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত করা হোক। তিনি বলেন, কওমি ধারার আলেমরা কারাগারে থাকায় জামাত শিবির পন্থিরা মাঠ দখল করে নিচ্ছে।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর মুগদা জামিয়া মাদানিয়া মাদরাসা মাঠে ইসলামী যুবজোট আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী এসব কথা বলেন। যুবজোটের কেন্দ্রীয় আহবায়ক সফিকুল ইসলাম সিহাবের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট নুরুল ইসলাম খান, ডস খান আসাদুজ্জামান , অধ্যাপক সৈয়দ আনসার আলী, আলহাজ মো. জামান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. খুরশিদ আলম, আলহাজ ব্যারিস্টার খলিলুর রহমান (মোহন), আমজাদ হোসেন খোকন ও মোশারফ হোসাইন বাবু। আলহাজ মিছবাহুর রহমানা চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠছে। প্রভাবশালী সিন্ডিকেট চক্রের কারণে সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের আনতে সক্ষম হচ্ছে না। তিনি আসন্ন রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগিত রোধে অনতিবিলম্বে প্রভাবশালী সিন্ডিকেট চক্রকে গ্রেফতারের জোর দাবি জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীনতা লাভ করেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, স্বাধীনতার সুফল পেতে হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।