Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে তিনবাহনের সংঘর্ষে প্রকৌশলী ও বৈজ্ঞানিক কর্মকর্তাসহ নিহত ৪

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ৩:০০ পিএম

ঢাকার সাভারের বলিয়ারপুরে তিন বাহনের সংঘর্ষে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রকৌশলী ও বৈজ্ঞানিক কর্মকর্তাসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ উদ্ধার হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- সাভারে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: আরিফুজ্জামান (৩৪), বৈজ্ঞানিক কর্মকর্তা পুজা সরকার (৩৫), প্রকৌশলী কাউছার রাব্বি (৩২) ও স্টাফ বাসের চালক রাজীব হোসেন।
এছাড়া আহত কয়েকজনকে মূমূর্ষ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম। আহত অন্যান্যদের সাভার এনাম মেডিকেল কলেজ হাপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, সকাল আনুমানিক ৯টার দিকে মহাসড়কের বলিয়াপুরে একটি বাস ইউটার্ন করার সময় ঢাকা থেকে সাভারগামী বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের স্টাফ বাসকে ধাক্কা দেয়। মিনি বাসটি প্রতিষ্ঠানের প্রায় ২৫/২৬জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তখন ঢাকাগামী অপর একটি গরুবোঝাই ট্রাক আবার সেটির সামনের অংশে ধাক্কা দিলে ত্রিমুখী এই সংর্ঘষের ঘটনা ঘটে।
দূর্ঘটনায় বাসে থাকা পরমানু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ৩ জন কর্মকর্তা ও চালকের মৃত্য হয়। এ ঘটনায় আরো অন্তত ৩০ জনের মতো আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন। তবে আহতদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম আরও বলেন, সকাল ৯টার দিকে দূর্ঘটনার খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে হতাহতদের হাসপাতালে পাঠিয়েছে।
সাভার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান মো. সামসুল ইসলাম বলেন, আমাদের একটি স্টাফ বাস ঢাকা রায়ের বাজার থেকে স্টাফদের সাভারে প্রতিষ্ঠানের নিয়ে আসে। আজকে আসার পথে সড়ক দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের লোকজন হাসপাতালে গেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ