Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কেই নিভে গেল ৪ বন্ধুর পদ্মা সেতু দেখার স্বপ্ন

মুন্সিগঞ্জসহ দেশের তিন জেলায় নিহত ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ১২:০২ এএম

পদ্মা সেতু দেখতে বাড়ি থেকে বের হয়েও আর দেখা হলো না চার বন্ধুর। সড়ক দুর্ঘটনায় তারা লাশ হয়েছেন। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়ছে আরো দু’জনের। গত বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১টার দিকে মুন্সিগঞ্জের নিমতলী হাসারা হাইওয়েতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোররিকশার সংঘর্ষে ছয়জন নিহত হন। তাদের মধ্যে তিনজন চাঁদপুরের আরেক বন্ধু বিক্রমপুরের। বাকী দুজনের মধ্যে একজন অটোরিকশার চালক এবং অন্যজন আরোহী ছিলেন।

এদিকে, দেশের দুই জেলায় গতকাল সড়কে প্রাণ হারিয়েছে আরো দু’জন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। যশোর সদর উপজেলার শ্যামনগরে ট্রাকের চাপা এক, লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবরে :

যশোর ব্যুরো জানায়, যশোর সদর উপজেলার শ্যামনগরে ট্রাকের নিচে চাপা পড়ে মুন্না নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন গতকাল সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না যশোরের সদর উপজেলার কাউদিয়া গ্রামের মুসা মিয়ার ছেলে।
স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে জানান, পদ্মা সেতু দেখা হলো না চার বন্ধুর। তার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চার বন্ধুসহ ছয়জনের। মুন্সীগঞ্জের নিমতলি-হাঁসারা হাইওয়েতে গত বৃহস্পতিবার দিনগত রাত পৌনে একটার দিকে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছয়জনের মধ্যে চার বন্ধু হলেন চাঁদপুর সদর উপজেলার ইচলি এলাকার সামাদ গাজী, আহাদ, সিফাত ও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নাঈম। নিহত অপর দুজনের মধ্যে একজন অটোরিকশার চালক এবং অন্যজন আরোহী ছিলেন।

নিহত সামাদের চাচাতো ভাই মো. রুবেল বলেন, ‘পদ্মা সেতু দেখার জন্য তিন বন্ধু চাঁদপুর থেকে ঢাকায় যান।   সেখান থেকে মুন্সীগঞ্জ-বিক্রমপুর এলাকায় তাদের অপর দুই বন্ধুর সঙ্গে যোগাযোগ করে মাওয়ার উদ্দেশে রওনা হন তারা। এ সময় তাদের তিনজনের সঙ্গে অপর দুই বন্ধুর মধ্যে একজন উপস্থিত ছিলেন। রাতে বন্ধুদের বাসা  থেকে গতকাল শুক্রবার পদ্মা সেতু দেখার পরিকল্পনা ছিল তাদের।’ নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই আবেদন করে নিয়ে যাওয়া হয়।
লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের জামিরতলী এলাকায় গতকাল বেলা বারটার দিকে দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় বাইসাইকেল আরোহী আবু তাহের নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে গেলে আরও সাতজন আহত হন। নিহত তাহের সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর হাসন্দি গ্রামের মশিউর রহমানের ছেলে। আহতরা সবাই পিকআপ ভ্যানের শ্রমিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদ্মা সেতু

১১ জানুয়ারি, ২০২৩
৩১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ