বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির কবলে শবে বরাত-৩
সুনানে ইবনে মাজায় বর্ণিত হয়েছে : হযরত আলী ইবনে আবু তালেব (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ
আল কোরআনে সেনাবাহিনী বুঝাতে যে শব্দটির বহুল ব্যবহার লক্ষ করা যায়, তাহলো ‘জুন্দুন’ অর্থাৎ সেনাবাহিনী। জুন্দুন শব্দটি এক বচন। এর বহু বচন হলো ‘জুনু-দুন’ বা সেনাবাহিনী সমূহ। ‘জুন্দুন’ শব্দের এক বচন ও বহু বচন ব্যবহারের আলোকে সুস্পষ্টভাবে বুঝা যায় যে, আল্লাহপাকের সেনাবাহিনী খুবই বিরাট এবং বিশাল। যা সংখ্যার দ্বারা নির্ণয় করা অসম্ভব। আল কোরআনে ‘জুন্দুন’ আকারে শব্দটির ব্যবহার হয়েছে পাঁচ বার। (১) সূরা ইয়াসিনের ২৮ নং আয়াতে, (২) সূরা ইয়াসিনের ৮৫ নং আয়াতে, (৩) সূরা সোয়াদ-এর ১১ নং আয়াতে। (৪) সূরা দুখান-এর ২৪ নং আয়াতে, (৫) সূরা মূলক-এর ২০ নং আয়াতে। আর ‘জুন্দান’ আকারে এসেছে একবার, সূরা মারইয়ামের ৭৫ নং আয়াতে এবং সম্বন্ধ পদ ‘জুন্দানা’ রূপে এসেছে একবার। সূরা সাফফাত-এর ১৭৩ নং আয়াতে। এতে লক্ষ করা যায় যে, ‘জুন্দুন’ শব্দের এক বাচনিক ব্যবহার আল কোরআনে ৭ বার হয়েছে।
আর বহু বচনে ‘জুনুদুন’ শব্দটির ব্যবহার হয়েছে ৯ বার। (১) সূরা বাকারাহ-এর ২৪৯ নং আয়াতে, (২) সূরা তাওবাহ-এর ৪০ নং আয়াতে, (৩) সূরা শোয়ারা-এর ৯৫ নং আয়াতে, (৪) সূরা নামল-এর ৩৭ নং আয়াতে, (৫) সূরা আহযাব-এর ৯নং আয়াতে, (৬) সূরা ফাতহ-এর ৪নং আয়াতে, (৭) সূরা ফাতহ-এর ৭নং আয়াতে। (৮) সূরা মুদ্দাসসির-এর ৩১ নং আয়াতে, (৯) সূরা বুরুজ-এর ১৭ নং আয়াতে।
আর বহু বচন ‘জুনুদান’ রূপে শব্দটি এসেছে দুই বার। (১) সূরা তাওবাহ-এর ২৬ নং আয়াতে, (২) সূরা আহযাব-এর ৯নং আয়াতে। আর বহু বচন সম্বন্ধ পদ ‘জুনু-দুহু’ রূপে শব্দটির ব্যবহার আল কোরআনে নয়বার হয়েছে। (১) সূরা বাকারাহ-এর ২৪৯ নং আয়াতে, (২) সূরা বাকারাহ-এর ২৫০ নং আয়াতে, (৩) সূরা ইউনুসের ৯০ নং আয়াতে, (৪) সূরা ত্বাহা-এর ৭৮ নং আয়াতে, (৫) সূরা নামল-এর ১৭ নং আয়াতে, (৬) সূরা নামল-এর ১৮ নং আয়াতে, (৭) সূরা কাসাস-এর ৩৯ নং আয়াতে, (৮) সূরা কাসাস-এর ৪০ নং আয়াতে, (৯) সূরা যারিয়াত-এর ৪০ নং আয়াতে।
আর বহু বচন সম্বন্ধপদ ‘জুনু-দাহুমা’ রূপে এসেছে দুইবার। (১) সূরা কাসাস-এর ৬ নং আয়াতে, (২) সূরা কাসাস-এর ৮নং আয়াত। লক্ষ করলে দেখা যায় যে, জুনু-দান’ বহু বচন জ্ঞাপক, শব্দটির ব্যবহার আল কোরআনে মোট ২২ বার হয়েছে। সুতরাং এক বচন ও বহু বচনের বিভিন্ন আঙ্গিকে আল কোরআনে এই শব্দটির ব্যবহার হয়েছে মোট (৭+২২)= ২৯ বার। এখন এই ২৯ সংখ্যাটির একক (২+৯) = ১১। সুবহানাল্লাহ! ‘আল্লাহ’ নাম মোবারকের অক্ষর চতুষ্টয়ের ধ্বনি সংখ্যাও ১১। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত এমন এক সেনাবাহিনী সংরক্ষণ করেন, যার সীমা সংখ্যা আকৃতি, প্রকৃতি ও শক্তিমত্তা সম্পর্কে কেবল তিনিই জানেন। দুনিয়ার মানুষের এতদসংক্রান্ত কোন জ্ঞান আছে বলে মনে হয় না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।