বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল বারী ফয়েজী বলেছেন এই মাহে রমজানের দিনেও আমাদের সমাজে দুর্নীতি ও প্রতারণা হচ্ছে। সকল ক্ষেত্রে দুর্নীতি আর প্রতারণা তা থেকে রক্ষা পেতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে।
আল্লাহর আইন আল কোরআনের শাসন ব্যতিত আমরা দুর্নীতি মুক্ত সমাজ পাবো না। গতকাল ইসলামী আন্দোলন শিবপুর উপজেলা শাখা আয়োজিত দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে মাহে রজমানের শিক্ষা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখার সভাপতি মাস্টার বজলুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, ইমাম পরিষদ শিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল ইসলামসহ উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগ, বিএনপি নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।