Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিজেপির রাজনীতি প্রতিশোধের!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২২, ১২:০৪ এএম

গত ৩০ মে ভারতে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল ইডি। সেই প্রসঙ্গেই এবার কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, আপের সব নেতাকেই ভুয়া মামলায় গ্রেফতার করুক কেন্দ্রীয় সরকার। এরপরই উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হবে।
কেজরিওয়াল কয়েকমাস আগেই বলেছিলেন, ভুয়া মামলায় ফাঁসানো হতে পারে সত্যেন্দ্র জৈনকে। সেই আশঙ্কা সত্যি করেই ইডির হাতে গ্রেফতার হন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই সংবাদ সম্মেলন করেন কেজরিওয়াল। তিনি বলেন, ‘মোদি সরকারের অধীনে থাকা তদন্তকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, মণীশের বিরুদ্ধে ভুয়া মামলা সাজাতে’।

মোদিকে আক্রমণ করে কেজরিওয়াল বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করব, আপের সকল নেতাকে জেলে ভরে দিন। কেন্দ্রের অধীনে থাকা সব তদন্তকারী সংস্থা একসঙ্গে কাজ করুক। তারপরেই এমএলএ, মন্ত্রীদের গ্রেফতার করে নিক। যত খুশি রেইড করুন। এইভাবে এক এক করে মন্ত্রীদের গ্রেফতার করলে সরকারি কাজে অসুবিধা হচ্ছে।’

বিজেপি প্রতিশোধের রাজনীতি করছে বলে অভিযোগ করেন কেজরিওয়াল। তিনি বলেন, ‘অনেকে বলছে, আসন্ন হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই ধরনের কাজ করছে বিজেপি। আবার অনেকের ধারণা, পাঞ্জাবে হারের প্রতিশোধ নিতেই নেতাদের ফাঁসাচ্ছে বিজেপি। তবে যাই হোক আমরা ভয় পাই না’। সূত্র : হিন্দুুস্থান টাইমস, এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ