বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতে আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের রামগতি উপজেলার আজাদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন উপজেলার চরপোড়াগাছা এলাকার আবুল কালামের ছেলে বেল্লাল হোসেন (৪০) ও একই এলাকার এনামুল হকের ছেলে গিয়াস উদ্দিন (৪২)। এ দুর্ঘটনায় গুরুতর আহত একই এলাকার বাসিন্দা মো.আলী,জাবের হোসেন,আজাদ উদ্দিন ও রিয়াজ হোসেনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার নতুন বাজার এলাকার একটি খামার থেকে শিকার করা মাছ জেলেরা পিকআপভ্যানে করে উপজেলার আজাদনগর বাজারের আড়তে নিয়ে যাচ্ছিলেন। ভোর সোয়া ৫টার দিকে পিকআপভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপে থাকা জেলে বেল্লাল ঘটনাস্থলেই নিহত এবং অপর পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে গিয়াস উদ্দিন নামে আরও একজনের মৃত্যু হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।