Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আফ্রিকায় ৫শ কোটি ডলারের বিনিয়োগ করবেন বিল গেটস

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, আগামী পাঁচ বছরে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে প্রায় ৫শ কোটি ডলার বিনিয়োগ করবেন তিনি। বিল গেটস গত রোববার (১৭ জুলাই) এক সেমিনারে তার এ বিষয়ক চিন্তা-ভাবনার কথা জানিয়েছেন। নেলসন ম্যান্ডেলার জন্মদিনকে ঘিরে এক অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকায় তিনি এ সেমিনারে অংশ নেন। বিল গেটস বলেন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে ইতোমধ্যে এই মহাদেশে বড় ধরনের বিনিয়োগ রয়েছে। সে অনুযায়ী কাজ এগিয়ে যাচ্ছে। আগামী পাঁচ বছরে যা আরো বৃদ্ধি পাবে। বিনিয়োগে গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যখাত। নানা সামাজিক কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার (১৮ জুলাই) এইডস বিষয়ে এক সচেতনতা অনুষ্ঠানেও যোগ দেন বিল গেটস। এ নিয়ে তিনি আশা প্রকাশ করেন, তার এই বিনিয়োগ স্বাস্থ্য খাতসহ এইডস রোগ থেকে সুরক্ষায় কাজে দেবে। সামাজিক কাজে-কর্মে অবদানের সুপরিচিত প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও
তার স্ত্রী মেলিন্ডা গেটস।
বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফ্রিকায় ৫শ কোটি ডলারের বিনিয়োগ করবেন বিল গেটস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ