Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

টানা ২৩ বার শীর্ষ ধনীর তালিকায় বিল গেটস

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বে শীর্ষ ধনীর তালিকায় ঘুরেফিরে আসে বিল গেটসের নাম। এ নিয়ে টানা ২৩ বারের মত শীর্ষ তালিকায় উঠে আসলেন তিনি। মানবহিতৈষী হিসেবেও খ্যাতি রয়েছে তার। প্রতি বছর বিপুল অঙ্কের অর্থ দান করার ঐতিহ্যও আছে। ২০১৬ সালের জন্য ফোর্বস ম্যাগাজিন যুক্তরাষ্ট্রের ৪০০ সম্পদশালীর তালিকা প্রকাশ করেছে। এতে টানা ২৩তম বছরে শীর্ষ ধনীর খেতাব পেলেন বিল গেটস। গত বছরের চেয়ে মাইক্রোসফটের এই প্রতিষ্ঠাতার সম্পদ পাঁচ বিলিয়ন ডলার বেড়ে হয়েছে ৮১ বিলিয়ন ডলার। শীর্ষ ধনীর এ লড়াইয়ে রানার-আপ হয়েছেন আরেক প্রযুক্তি উদ্যোক্তা আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। এ বছর প্রথমবারের মতো তিনি ওয়ারেন বাফেটকে সরিয়ে দ্বিতীয় হলেন। তার নেট সম্পদের পরিমাণ ৬৭ বিলিয়ন ডলার। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বার্কশায়ার হেথাওয়ে শিল্পগ্রুপের মালিক ওয়ারেন বাফেট। সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টানা ২৩ বার শীর্ষ ধনীর তালিকায় বিল গেটস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ