Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারে প্রতিযোগিতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১২:০৩ এএম

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্রগুলো এতদিন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রভাব বলয়ের মধ্যে ছিল বলেই মনে করা হয়। কিন্তু হঠাৎ করে ঐ অঞ্চলে প্রভাব বিস্তারের লক্ষ্য নিয়ে নেমেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বর্তমানে ঐ অঞ্চল সফর করছেন। তিনি ১০ দিনের সফরকালে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দ্বীপরাষ্ট্রের সাথে নিরাপত্তা, মুক্ত বাণিজ্যসহ বেশ কিছু চুক্তি করার চেষ্টা চালাবেন। সলোমান দ্বীপপুঞ্জের সাথে নিরাপত্তা চুক্তির পর শনিবার আরেক দ্বীপরাষ্ট্র সামোয়ার সাথে একটি চুক্তি করেছে চীন। দুই দেশের মধ্যে ক‚টনৈতিক সম্পর্ক জোরদারে এই চুক্তি হয়েছে। যা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর মধ্যে নতুন করে স্নায়ুবিক দুর্বলতা তৈরি করেছে বলে ডবিøউআইওএন’র এক খবরে বলা হয়েছে। এদিকে চীনের এই পদক্ষেপের পর অস্ট্রেলিয়ার নতুন সরকার তাদের ক‚টনীতিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্রগুলোর জন্য তার সরকারের একটি সমন্বিত পরিকল্পনা রয়েছে। দ্বীপরাষ্ট্র সামোয়ার সাথে চুক্তি হয় বেইজিংয়ের। শনিবার তিনি বলেন, লেবার সরকারের পরিকল্পনার মধ্যে প্রতিরক্ষা প্রশিক্ষণ স্কুল, সমুদ্র নিরাপত্তা সহায়তা, মানবিক সহায়তা আরো জোরদার এবং আবহাওয়া ইস্যুতে আরো সক্রিয়ভাবে এই অঞ্চলের সাথে যুক্ত হওয়া। তিনি বলেন, আমরা এই অঞ্চলে আরো সক্রিয় এবং আরো বেশি সম্পৃক্ত হতে চাই। সামোয়া সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী সামোয়ার প্রধানমন্ত্রী ফিয়ামে নাওমির সাথে বৈঠক করেছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা নিয়ে চুক্তি হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সামোয়া ও চীন বৃহত্তর সহযোগিতা অব্যাহত রাখবে যা দুই দেশের স্বার্থে কাজে আসবে। অন্যদিকে শনিবার ফিজির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা বলেছেন, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং’য়ের সাথে তার চমৎকার বৈঠক হয়েছে। অস্ট্রেলিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী মাত্র একদিন আগেই দেশটি সফর করেন। প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা বলেন, ফিজি কারো বাড়ির পিছনের আঙিনা নয়। আমরা প্যাসিফিক পরিবারের একটি অংশ। এই মন্তব্যের মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসনকে খোঁচা মেরেছেন বলে মনে করা হচ্ছে। কারণ মরিসন একবার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোকে অস্ট্রেলিয়ার পেছনের আঙিনা বলে মন্তব্য করেছিলেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সফরের অংশ হিসেবে ফিজি যাচ্ছেন। আগামীকাল সোমবার তিনি ফিজির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। রয়টার্স, বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ