মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে আজ শুক্রবার থেকে বিশাল এক যৌথ নৌ-মহড়ায় অংশ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান এবং ভারত। তবে মহড়াস্থল ঘিরে বিতর্কের সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, যে জাপানী দ্বীপের কাছে ওই মহড়া অনুষ্ঠিত হবে সে স্থানটিকে নিজেদের বলে দাবি করে আসছে চীন। খবরে বলা হয়, দক্ষিণ চীন সাগরে নিজেদের আধিপত্য সম্প্রসারণ করতে চীন একদিকে যেমন বদ্ধপরিকর, তেমনই প্রশান্ত মহাসাগরের পশ্চিমে নিজেদের আধিপত্য কায়েম করে বেইজিংকে পাল্টা চ্যালেঞ্জ দিতেও প্রস্তুত ওয়াশিংটন এবং টোকিও। মূলত মালাবার নামের এই নৌ-মহড়ায় ২০০৭ সাল থেকে প্রতি বছরই অংশ গ্রহণ করে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ-বাহিনী। এবার জাপানও এতে যোগ দিচ্ছে। জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মহড়ার মূল লক্ষ্য হবে সাবমেরিন-বিধ্বংসী এবং বিমান-বিধ্বংসী রণকৌশলে কৌশলগত অভিজ্ঞতা অর্জন করা। অবশ্য মহড়ায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে, এশিয়ায় সবচেয়ে বেশি মার্কিন সেনা রয়েছে জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলের নিকটবর্তী দ্বীপপুঞ্জগুলোতে। এর ফলেই পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীন যাতে বেশিদূর যেতে না পারে সেজন্যই সেখানে প্রতিরোধ গড়ে তুলেছে মার্কিন নৌ-বাহিনী। পাশাপাশি ওই দ্বীপপুঞ্জে জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক রাডার স্টেশনও বসিয়েছে জাপান। তাইওয়ানের ২২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই জনমানবহীন দ্বীপপুঞ্জকে জাপানিরা বলে সেনকাকু। অন্যদিকে চীনও এই দ্বীপপুঞ্জের ওপর দখল দাবি করে আসছে। তারা এই জায়গাটিকে দিয়াওয়ু নামে নামে সম্বোধন করে। এদিকে, দক্ষিণ চীন সাগরে যাতে শান্তি বজায় থাকে সেইজন্য বিতর্কিত অঞ্চলে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে নজর দিতে বলেছে চীন। প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকা নিজেদের বলে দাবি জানিয়ে আসছে চীন। বিবিসি, সিএনএন, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।