Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মে, ২০২২, ২:০৭ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইশা (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কের কেশরভাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে। এঘটনায় উত্তেজিত জনতা আধাঘন্টাব্যাপি পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দু পাশে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
প্রত্যক্ষদর্শী অনিক জানায়, সকাল ১১টার দিকে চাল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-১৫৯০) সৈয়দপুর থেকে পার্বতীপুরের দিকে আসছিলো। এসময় পথচারী পার্শ্ববর্তী লক্ষ¥নপুর পাঠানপাড়া গ্রামের মনার ছেলে ইশা কে চাপা দেয়। এসময় ট্রাকের পিষ্ট হয়ে তার শরীর দ্বি-খন্ডিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাক আটক করতে সক্ষম হন। পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) সুজয় কুমার রায়ের নেতৃত্বে পুলিশ ও ফায়ার স্টেশনের কর্মীরা লাশ উদ্ধার করে। প্রায় আধাঘন্টা পর পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ