Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে নেত্রকোনা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০২২, ১১:৪৭ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা বিএনপি বৃহস্পতিবার সকাল ১০টায় ছেটবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, বিএনপি বেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব ভূইয়া, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সম্পাদক খালিদ সাইফুল্লাহ্ মুন্না, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কি, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতিতে দেশের মানুষের নাভিশ^াস উঠেছে। এই সরকার গণতন্ত্র ধ্বংস, বাক স্বাধীনতা হরণ, গুম, খুন, অপহরণ, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা, মামলা চালিয়ে দেশে ভীতিকর অবস্থা সৃষ্টি করেছে। বর্তমান সরকারের আমলে আওয়ামীলীগের নেতাকর্মীরা দেশে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থ পাচার করছে। সরকার দেশ পরিচালনায় ব্যার্থ। তিনি এই ব্যার্থ সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ