Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামীদের অপছন্দ করায় স্প্যানিশ দুই বোন খুন পাঞ্জাবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২২, ১২:০৪ এএম

পাকিস্তানি বংশোদ্ভ‚ত দুই স্প্যানিশ বোনকে নির্যাতন ও গুলি করে খুনের অভিযোগে পাকিস্তানে গ্রেপ্তার করা হল ৬ জন অভিযুক্তকে। জানা গিয়েছে, মৃত দুই তরুণীর নাম আরুজ আব্বাস (২১) ও আনিশা আব্বাস (২৩)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নাঠিয়া গ্রামে। শুক্রবার খুন করা হয় ওই দুই বোনকে। কিন্তু কেন? জানা গিয়েছে, ওই দুই বোনকে জোর করে বিয়ে দেওয়া হয় পাকিস্তানের দুই তুতো ভাইয়ের সাথে। কিন্তু তারা তাঁদের স্বামীকে নিয়ে খুশি ছিলেন না। আর সেই কারণেই কিছুতেই স্পেনে যেতে তাঁদের ভিসার উদ্যোগ নিচ্ছিলেন না তারা। আর সেই কারণেই ওই যুবকদের পরিবার অত্যাচার শুরু করে দুই বোনের উপরে। এরপর তাঁদের গুলি করে খুন করা হয়। পুলিশ অফিসার আতাউর রহমান সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, খুনের অভিযোগ আনা হয়েছে ওই দুই তরুণীর ভাই, এক কাকা, দুই স্বামী, এক তুতো ভাই ও দুই শ্বশুরকেই। এছাড়াও দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ও আরও এক আত্মীয়র বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুই বোনকেই তাঁদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। অভিযুক্ত দুই স্বামী ও তাদের বাবারা জানিয়েছে, তাদের সন্দেহ হচ্ছিল ওই দুই বোন তাদের স্পেনে নিয়ে যেতে চাইছেন না। আর সেখান থেকেই শুরু হয় গÐগোলের। উল্লেখ্য, পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে জোর করে মেয়েদের বিয়ে দেওয়ার ঘটনা নিয়মিত ঘটে। এবং কোনও মেয়ে বিয়েতে আপত্তি করলে বা পরিবারের বড়দের কথা না শুনতে চাইলে তাঁদের মেরে ফেলার ঘটনাও নিত্য নৈমিত্তিক ঘটে। হনার কিলিংয়ের শিকার হয়ে প্রতি বছর পাকিস্তানে অন্তত ১ হাজার জনের মৃত্যু হয় বলে জানাচ্ছে পরিসংখ্যান। এপি, পিটিআই।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাঞ্জাব

২০ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ