Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোন্দলের মুখে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৫ এএম

: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পদত্যাগ করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার বিকেলে রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিতের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীত্ব থেকে সরে যাওয়ার পদত্যাগ পত্র জমা দেন। তার পদত্যাগের খবর টুইট করে জানিয়েছে অমরিন্দর সিংয়ের ছেলে রনিন্দার সিং। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ জানায়, রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর অমরিন্দর রাজভবন থেকে বেরিয়ে এসে বলেন, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে জানিয়েই দিয়েছিলাম, আজই পদত্যাগ করব। কংগ্রেস নেতারা মনে করেন আমরা রাজ্য চালানোর ক্ষমতা নেই। এটা অত্যন্ত অপমানজনক। ওরা যাকে পছন্দ করেন তাঁকেই মুখ্যমন্ত্রী করুন। এনিয়ে গত ২ মাসে তিনবার কংগ্রেস বিধায়কদের দিল্লিতে ডেকে বৈঠক হল। আমার মনে হয়েছে, আমার যোগ্যতার উপরে হাইকমান্ডের সন্দেহ রয়েছে। তাই খুবই অপমানিত বোধ করেছি। তিনি আরও বলেছেন, আমার জন্য ভবিষ্যতে বহু পথ খোলা আছে। আমি সেই পথ ব্যবহার করব। কংগ্রেস যাকে মুখ্যমন্ত্রী বানাবে তাকে মানতে আমি রাজি নই। আমি আগে নেতাদের সঙ্গে কথা বলে জানতে চাইব আমার সঙ্গে কারা থাকতে চাইছেন। হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার পাঞ্জাবের কংগ্রেস বিধায়কদের বৈঠকের আগেই অমরিন্দরকে পদত্যাগ করতে নির্দেশ দেয় দলটির হাইকমান্ড। পদত্যাগের আগে কংগ্রেসের সভাপতি সোনিয়ার সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি জানিয়ে দেন তার পক্ষে আর মুখ্যমন্ত্রী থাকা সম্ভব নয়। পরে সপরিবারে যেয়ে রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন অমরিন্দর।জি নিউজ জানায়, পাঞ্জাবের বিধানসভা নির্বাচন হতে আর কয়েক মাস দেরি। এখন মুখ্যমন্ত্রীর পদ থেকে অমরিন্দর সিংয়ের পদত্যাগের কারণে পাঞ্জাব কংগ্রেস ভেঙে যাবে কিনা সে নিয়ে ভারতের রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। গত জুলাইয়ে অমরিন্দর সিংয়ের আপত্তি স্বত্বেও ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধুকে রাজ্য কংগ্রেসের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়। আর এতেই ক্ষেপে যান অমরিন্দর সিং। জি নিউজ, হিন্দুস্তান টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাঞ্জাব

২০ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ