Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যুদন্ড কার্যকর বেড়েছে ২০ শতাংশ : অ্যামনেস্টি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২২, ১২:০৪ এএম

বিশ্বে ২০২১ সালে মৃত্যুদন্ড কার্যকরের সংখ্যা ২০ শতাংশ বেড়েছে, একই সাথে মৃত্যুদন্ড র রায়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশ। মানবাধিকারবিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে এসব তথ্য। সংস্থাটির বার্ষিক রিপোর্ট বলছে, ২০২১ সালে সর্বোচ্চ শাস্তি হিসেবে অন্তত ৫৭৯ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে এবং অন্তত ২ হাজার ৫২ জনের বিরুদ্ধে মৃত্যুদন্ড র রায় দেওয়া হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট থেকে আরও জানা যায়, মৃত্যুদন্ড কার্যকর বেড়ে যাওয়ার শীর্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। সেখানে ২০২১ সালে ৩১৪ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়, এর আগে ২০২০ সালে মৃত্যুদন্ড কার্যকর হয় ২৪৬ জনের, অর্থাৎ ২৮ শতাংশ বেড়েছে। দেশটিতে মাদক সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত ১৩২ জনের মৃত্যুদন্ড কার্যকর হয় যা মোট মৃত্যুদন্ড দেওয়ার ৪২ শতাংশ এবং ২০২০ সাল থেকে পাঁচগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। সংস্থাটির এই পরিসংখ্যানে চীন অন্তর্ভুক্ত নয়। তবে সেখানে গোপনীয়তার মধ্য দিয়ে একটি ব্যবস্থায় প্রতি বছর হাজার হাজার লোকের মৃত্যুদÐ কার্যকর করা বা মৃত্যুদÐ দেওয়া হয় বলে ধারণা করা হয়। অ্যামনেস্টি বলছে যে, উত্তর কোরিয়া ও ভিয়েতনামেও গোপনীয়তা রক্ষা করা হয়। ফলে এসব দেশে মৃত্যুদÐের ব্যবহার সংক্রান্ত তথ্য সহজে পাওয়া যায় না। একারণে বিশ্বব্যাপী মৃত্যুদÐ দেওয়ার দেশগুলোর প্রবণতার সম্প‚র্ণ মূল্যায়নকে বাধাগ্রস্ত করছে। সংস্থার রিপোর্টে আরও বলা হয়েছে, সউদী আরবে ২০২০ সালে যে মৃত্যুদÐ কার্যকর করা হয়েছে ২০২১ সালে তা দ্বিগুণেরও বেশি হয়েছে। সংস্থাটি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানেও মৃত্যুদÐের রায় বেড়ে যাওয়ার কথা জানিয়েছে। অ্যামনেস্টি আরও উল্লেখ করেছে যে রক্ষণবাদী রাষ্ট্রগুলো ‘বিক্ষোভকারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়নের অস্ত্রাগার হিসেবে মৃত্যুদÐের আশ্রয় নিয়েছে’। মিয়ানমার, যেখানে দেশটির সেনাবাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে নেয়। সেখানে সামরিক আইনের অধীনে মৃত্যুদÐ উদ্বেজনক হারে বেড়েছে। বিদ্যমান সামরিক ট্রাইব্যুনালের মাধ্যমে মামলা পরিচালনা এবং আপিল করার অধিকার ছাড়াই দেওয়া হচ্ছে মৃত্যুদÐ। দেশটিতে ৯০ জনকে মৃত্যুদÐ দেওয়া হয় এবং আসামিদের হাজিরও করা হয়নি মামলার রায়ের সময়। ক্রমবর্ধমান সংখ্যা সত্তে¡ও, অ্যামনেস্টি বলছে যে বিশ্বব্যাপী মৃত্যুদÐ দেওয়ার প্রবণতা রহিত করার পক্ষেই রয়েছে। গত বছর মাত্র ১৮টি দেশ মৃত্যুদÐ কার্যকর করেছে বলে জানা গেছে। যা রেকর্ড রাখা শুরু করার পর থেকে এটি সর্বনিম্ন। মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৮৮ সালের পর থেকে মৃত্যুদÐ সর্বনিম্নে নেমে আসে। দেশটির ফেডারেল প্রশাসন মৃত্যুদÐ কার্যকর করার ওপর একটি অস্থায়ী স্থগিতাদেশ জারি করে সে সময়। ভার্জিনিয়া দেশটির ২৩তম রাজ্যে যেখানে মৃত্যুদÐ সম্প‚র্ণভাবে বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি দেশ মৃত্যুদÐের ব্যবহার রহিত করতে বা এর ব্যবহার সীমিত করার জন্য পদক্ষেপ নিচ্ছে। গত জুলাই মাসে, সিয়েরা লিওনের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে একটি বিল পাসের জন্য ভোট দেয় মৃত্যুদÐ সম্প‚র্ণভাবে বাতিল করার জন্য। একই ধরনের আইন কাজাখস্তানে গত ডিসেম্বরে পাস হয়। মালয়েশিয়াও মৃত্যুদÐ কার্যকর করার ওপরে স্থগিতাদেশ অব্যাহত রেখেছে এবং দেশটির সরকার বলছে যে তারা এ বছরের শেষ দিকে মৃত্যুদÐ ব্যবহারের বিষয়ে আইনী পরিবর্তন প্রস্তুত করবে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যামনেস্টি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ