Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্রোন হামলায় নিহতদের দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে : অ্যামনেস্টি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে যুক্তরাষ্ট্রকে ড্রোন হামলায় নিহতদের দায় নিতে হবে। সোমবার এ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি মার্কিন ড্রোন হামলার নিন্দা করে এমন বক্তব্য দিয়েছে। কাতারের গণমাধ্যম আল-জাজিরা তাদের প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করেছে। মার্কিন ড্রোন হামলায় বেসামরিক নাগরিক ও শিশু নিহত হওয়ার বিষয়ে সমালোচনা করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, যুক্তরাষ্ট্রকে ড্রোন হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের দায়িত্ব নিতে হবে। কারণ, দু’দশক ধরে আফগানিস্তান ও অন্যান্য দেশে মার্কিন ড্রোন হামলায় কত ব্যক্তি নিহত হলো তা নিয়ে জনগণের কাছে কোনো জবাবদিহিতা না করেই তারা তাদের কার্মকান্ড চালু রেখেছে। এটা খুবই ন্যাক্কারজনক বিষয় যে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনও গোপনে এ ধরনের বিমান ও ড্রোন হামলা চালু রেখেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যুক্তরাষ্ট্র শাখার নির্বাহী পরিচালক পল ও’ব্রায়েন এসব তথ্য দিয়েছেন। তিনি এ বিষয়ে বলেন, মার্কিন নাগরিকদের কোনো কিছু না জানিয়েই আফগানিস্তান ও অন্যান্য দেশে ড্রোন হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি তারা মার্কিন জনগণকে এ তথ্যও জানায়নি যে এসব ড্রোন হামলায় কত মানুষ নিহত হয়েছে। এটা খুবই ন্যাক্কারজনক বিষয় যে বাইডেন প্রশাসনও জনগণকে কোনো কিছু না জানিয়ে এ ধরনের বিমান ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যামনেস্টি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ