বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত খোরশেদ আলম (৪৭) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ কড়ইতলী এলাকার জহিরুল হকের ছেলে। নগরীর আন্দরকিল্লা ঘাটফরহাদবেগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। আন্দরকিল্লা এলাকায় তার একটা ছাপাখানা রয়েছে। বুধবার রাতে চমেক হাসপাতালের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনের সড়কে রাত সাড়ে ১১টার দিকে খোরশেদ আলম মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন দিক থেকে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ধাক্কা দেয়। তিনি ল্যানসেট ডায়গনস্টিক সেন্টারের সামনে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে দুই ঘণ্টা পর তার মৃত্যু হয়। সিটি করপোরেশনের ময়লার গাড়ি ও তার চালককে আটক করেছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।