গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর কামরাঙ্গীরচরে আগুনে পুড়ে তরিকুল ইসলাম খোকন নামে এক খেলনা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে নবাবগঞ্জ সেকশন বেড়িবাঁধ ব্রিজের পাশে সর্দার বাড়ির চার তলার একটি ফ্ল্যাটে আগুন লেগে তার মৃত্যু হয়। কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, তরিকুল ইসলাম বাসায় একাই ভাড়া থাকতেন। সকালে তার বাসা থেকে ধোঁয়া বেরোচ্ছে দেখে ওই বাড়ির বাসিন্দারা গিয়ে দেখেন ভেতরে আগুন। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। পরবর্তীতে পুলিশকে খবর দিলে আমরা তাকে মৃত অবস্থায় পাই। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক বিভাগ আলামত সংগ্রহ করে।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসীম উদ্দীন মোল্লা বলেন, তিনি শিশুদের খেলনা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এক রুম ভাড়া নিয়ে সেখানে থাকতেন। প্রাথমিকভাবে আগুনে তিনি মারা গেছেন বলে ধারণা করছি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তে বেরিয়ে আসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।