Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফাইনাল দেখতে সমর্থকদের মারামারি-গ্রেফতার ৫

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ৫:৪৪ পিএম | আপডেট : ১২:১৬ এএম, ১৯ মে, ২০২২

উয়েফা ইউরোপা লিগের ফাইনালে বুধবার (১৮ মে) বাংলাদেশ সময় রাত ১টায়। ফাইনালে মুখোমুখি হবে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও রেঞ্জার্স। ম্যাচটি মাঠে গড়ানোর আগেই মারামারিতে জড়িয়ে পড়েছে দুই দলের সমর্থকরা।

এই ঘটনায় ইতিমধ্যে ফ্রাঙ্কফুর্টের পাঁচ সমর্থককে গ্রেফতার করেছে সেভিয়া পুলিশ। ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে স্পেনের সেভিয়াতে। প্রিয় দলের খেলা উপভোগ করতে তাই দুই দলের দেড় লাখ সমর্থক জমা হয়েছে এই শহরটিতে। সেভিয়া অঞ্চলের পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ মে) রাতে রেঞ্জার্স সমর্থকদের আক্রমণ করে বসে জার্মান ক্লাবটির ২০০ জন সমর্থক। তাদের থামাতে পুলিশ ইন্টারভেশন ইউনিট দ্রুত ব্যবস্থা নেয়।

অবশ্য এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েজন পুলিশ। তাদের উদ্দেশ্য করে বোতল, ফ্লেয়ার্স এবং টেবিল ছুঁড়ে মারে জার্মান দলটির সমর্থকরা। স্টেডিয়ামের তিনটি জায়গায় কর্তৃপক্ষ তিন হাজার ১০০ পুলিশ অফিসার মোতায়েন করেছে। প্রায় দুই হাজার বেসামরিক ও স্থানীয় পুলিশও শহরে মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ