Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবেশবান্ধব উড়োজাহাজ উৎপাদন করবে এয়ারবাস

বোয়িংয়ের ১৭টি উড়োজাহাজ কিনছে লুফথানসা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মে, ২০২২, ১২:০২ এএম

কার্বন নিঃসরণ বন্ধের উদ্যোগ নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। আবহাওয়া সুরক্ষায় এমন উদ্যোগ নিতে চাপও বাড়ছে। এরই অংশ হিসেবে শূন্য কার্বন নিঃসরণ উড়োজাহাজ তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছে এয়ারবাস। ২০৩৫ সালের মধ্যে নতুন এ উড়োজাহাজ সরবরাহ উপযোগী হবে বলেও জানিয়েছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি। সউদী আরবের রিয়াদে অনুষ্ঠিত ফিউচার এভিয়েশন ফোরামের আলোচনায় প্রতিষ্ঠানটির একজন নির্বাহী এ তথ্য জানান। এয়ারবাসের আফ্রিকা ও মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রেসিডেন্ট মিকাইল হাউয়ারি আরব নিউজের সঙ্গে একটি ব্যক্তিগত সাক্ষাৎকারে ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন, এয়ারবাস প্রথমে ২৫ শতাংশ কম কার্বন নিঃসরণ করা উড়োজাহাজ তৈরি শুরু করেছিল। এখন সংস্থাটি শূন্য নিঃসরণ উড়োজাহাজ তৈরির উদ্যোগ নিয়েছে। এটি ২০৩৫ সালের মধ্যে সরবরাহ উপযোগী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। মিকাইল হাউয়ারি বলেন, বৈশ্বিক এভিয়েশন বাজার আমাদের থেকে এমন উড়োজাহাজের আশা করছে। শিল্পের নেতৃত্ব পর্যায় থেকে আমাদের দায়িত্ব পুরো বাস্তুতন্ত্রকে একটি টেকসই ব্যবস্থায় চালিত করা। তাছাড়া ভবিষ্যতে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের জন্য টেকসই একটি প্রধান পার্থক্যকারী ফ্যাক্টর হবে। কারণ বৈশ্বিক দূষণে উড়োজাহাজ ২ দশমিক ৫ শতাংশ অবদান রাখে। অপর এক খবরে বলা হয়, বোয়িংয়ের যাত্রী ও পণ্যবাহী উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে ডয়চে লুফথানসা। সাতটি যাত্রীবাহী ও ১০টি কার্গো উড়োজাহাজের মোট তালিকামূল্য ৬০০ কোটি ডলারের কাছাকাছি। বহরের আধুনিকায়ন ও পণ্যবাহী উড়োজাহাজের চাহিদা মেটাতে এ ক্রয়াদেশ দিতে যাচ্ছে জার্মান রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। রয়টার্স জানায়, লুফথানসা জানিয়েছে, উড়োজাহাজের বহর আধুনিকায়নের অংশ হিসেবে স্বল্প ব্যয়ের এবং জ্বালানি-সাশ্রয়ী মডেল সংযোজন করা হচ্ছে। এ পদক্ষেপ অন্তত ৮ শতাংশ পরিচালন মার্জিনের লক্ষ্য পৌঁছতে এবং ২০২৪ সালের মধ্যে অন্তত ১০ শতাংশ ব্যয়িত মূলধনের রিটার্ন পেতে সহায়তা করবে। পরিকল্পনার অংশ হিসেবে সাতটি দূরপাল্লার ৭৮৭-৯ যাত্রীবাহী উড়োজাহাজের ক্রয়াদেশ দেবে লুফথানসা গ্রুপ। আরব নিউজ, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ