Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে ১৪২টি উড়োজাহাজ সরবরাহ করেছে এয়ারবাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

২০২১ সালে চীনের বাজারে মোট ১৪২টি বাণিজ্যিক উড়োজাহাজ সরবরাহ করেছে এয়ারবাস। সম্প্রতি ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর মাধ্যমে সংস্থাটির বৃহত্তম একক বাজার হিসেবে রয়ে গেছে চীন। খবর সিজিটিএন। এয়ারবাস চায়না অনুসারে, বিশ্বজুড়ে সরবরাহকৃত উড়োজাহাজের ২৩ শতাংশই গেছে চীনা বাজারে। ২০২০ সালের তুলনায় বাজারটিতে উড়োজাহাজ সরবরাহ বেড়েছে ৪০ শতাংশেরও বেশি। সরবরাহকৃত উড়োজাহাজগুলোর মধ্যে ১৩০টিই ছিল একক আইলের এবং ১২টি ওয়াইড বডি মডেলের। গত বছরের শেষ নাগাদ প্রায় ২ হাজার ১০০টি বাণিজ্যিক এয়ারবাস চীনের বেসামরিক উড়োজাহাজ চলাচল বাজারে পরিষেবা দিয়েছে। পাশাপাশি সংস্থাটির ৩৩০টিরও বেশি হেলিকপ্টার দেশটিতে পরিষেবা দিয়েছে। গত বছরের নভেম্বরে ফরাসি উড়োজাহাজ নির্মাতা সংস্থাটির পূর্বাভাস অনুসারে, বিশ্বজুড়ে বাণিজ্যিক উড়োজাহাজের বাজার ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে প্রাক-কভিড পর্যায়ে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে বিক্রির শীর্ষে থাকবে একক আইলের মডেল। এয়ারবাস জানিয়েছে, বিশ্বজুড়ে বেসামরিক উড়োজাহাজ চলাচলের বাজার পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চীন। দেশটির ক্রমবর্ধমান বাজারে ২০২০-৪০ সালের মধ্যে প্রায় ৮ হাজার ২০০টি নতুন বাণিজ্যক উড়োজাহাজের প্রয়োজন হবে। এ সংখ্যা বিশ্বব্যাপী চাহিদার ২০ শতাংশেরও বেশি। ২০২৫ সালের মধ্যে চীনের বেসামরিক বিমানবন্দরের সংখ্যা ২৭০ ছাড়িয়ে যাবে। এ সময়ে দেশটিতে বার্ষিক উড়োজাহাজ ভ্রমণকারী যাত্রীর সংখ্যা ৯৩ কোটিতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। সিজিটিএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনে ১৪২টি উড়োজাহাজ সরবরাহ করেছে এয়ারবাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ