মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : এবার ফ্রান্স থেকে ১১৮টি উড়োজাহাজ কিনছে ইরান। এ ব্যাপারে ফরাসি প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে ২৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে দেশটি। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ফ্রান্স সফরের সময়ই এই চুক্তি হলো। এয়ারবাসের কাছ থেকে বিভিন্ন মডেলের উড়োজাহাজ কেনার ব্যাপারে চুক্তিটি হয়েছে। মার্কিন প্রতিষ্ঠান বোয়িং থেকেও ইরানের উড়োজাহাজ কেনার আগ্রহ রয়েছে। এরমধ্যে রয়েছে ৭৩টি বড় এবং ৪৫টি ছোট জেট। বড় উড়োজাহাজগুলোর মধ্যে ১২টি এ৩৮০ সুপার জাম্বোও রয়েছে। ১৯৯৫ সালে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশটির কোম্পানিগুলোর কাছে পশ্চিমা কোম্পানিগুলো কোনো যন্ত্র বা যন্ত্রাংশ বিক্রি করতে পারতো না। ইরানি বিমান পরিবহন সংস্থাগুলোতে প্রায় ১৪০টি উড়োজাহাজ রয়েছে। এগুলো গড়ে ২০ বছর পুরনো। উড়োজাহাজগুলোর মধ্যে অনেকগুলোকে চলাচল অনুপযোগী ঘোষণা করার সময় হয়েছে। ইরানের এ৩৮০ মডেলের উড়োজাহাজ ক্রয় এয়ারবাসের জন্য একটি বড় ঘটনা। কারণ বিমান নির্মাণকারী এই প্রতিষ্ঠানটি দুই বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী এই মডেলের উড়োজাহাজ বিক্রির জন্য চেষ্টা চালিয়ে আসছে। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।